চলে গেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি ইহলোকের মায়া ত্যাগ করলেন I ৭৭ তম স্বাধীনতা দিবসের রাতে গোটা দেশ যখন উৎসবে মেতে তখন নিভৃতে বিদায় নিলেন লাল হলুদের এক সময়ের প্রতাপশালী কর্তা।
ইস্টবেঙ্গল ক্লাবের প্ল্যাটিনাম জুবিলী বর্ষের সচিব সুরসাধিকা লতা মঙ্গেশকরকে আনার কারিগর ছিলেন তিনি। বহু দলবদলের নেপথ্যে নায়ক আজ ময়দানি ফুটবলের মায়া ত্যাগ করে অনেক দূরে।
আরও পড়ুন: মোহনবাগানকে হারাতে মানসিক ভাবে প্রস্তুত মাছিন্দ্রা এফসি, জানালেন বিশাল শ্রেষ্ঠ
ইস্টবেঙ্গল ক্লাব বা ময়দানি ফুটবলের বৈচিত্র্যপূর্ণ চরিত্র ময়দানে আসছিলেন না বহুদিন। সাম্প্রতিক অতীতে ইস্টবেঙ্গল ক্লাবের বিরোধী গোষ্ঠীর হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, তাঁর পরিবারকে সমবেদনা জানাই।