মেসির পুরোনো সময়ের সঙ্গী কি এবার ভারতে? এই দুই ক্লাব দিয়েছে প্রস্তাব

সব্যসাচী ঘোষ : সময়টা তখন ২০০৭ সাল, বার্সিলোনা দলে তখন দাপাচ্ছেন মেসি, হেনরি, এটোরা। কিন্তু সেই সময়, এক অল্প বয়সী খেলোয়াড় নিজের প্রতিভা চিনিয়েছিলেন, তার নাম বোইয়ান। দীর্ঘ চার বছর এফসি বার্সিলোনার হয়ে খেলার পর আর সেভাবে উচ্চপর্যায়ে যেতে পারেননি এই স্প্যানিশ ফুটবলার। কিন্তু বার্সিলোনার হয়ে শতাধিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার এবার খেলতে চলেছেন ভারতে।
ইতিমধ্যেই আইএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার্স আগ্রহ দেখিয়েছে ৩০ বছরের এই ফুটবলারের দিকে। যেহেতু ইনি মার্কি ফুটবলারের আওতায় পড়েন, ফলে বেতন সংক্রান্ত সীমাবদ্ধতাও নেই দুই ফ্র্যাঞ্চাইজির কাছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বোইয়ানের এজেন্টের সাথে কথা বলেছে এই দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা।
বার্সিলোনা ছাড়াও বোইয়ান খেলেছেন এসি মিলান, রোমা, আয়াক্স, স্টোক সিটির মত বড় ক্লাবে। সম্প্রতি মেজর লিগ সকারে তিনি মন্ট্রিয়াল ইমপ্যাক্ট দলে খেলছিলেন বোইয়ান, যেখানে কোচ হিসেবে রয়েছেন কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।