খেলা চলাকালীন বজ্রাঘাতে প্রাণ হারালেন এই ফুটবলার! দেখুন মর্মান্তিক ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা ক্রীড়া বিশ্বে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির একাধিক রিপোর্ট অনুযায়ী, গত শনিবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে বজ্রাঘাতে প্রাণ হারান এক ফুটবলার।
আরও পড়ুন - মুম্বইয়ের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামতে চলেছে ইস্টবেঙ্গল
জানা গিয়েছে, মৃতের নাম সেপ্টাইন রাহার্জা। ৩৫ বছর বয়সী এই ফুটবলার সেই স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে খেলছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালীন আচমকা এক জোরালো বজ্রপাতে আঘাত পান সেপ্টাইন, তবে সেই সময়ে শ্বাস চলছিল তার। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত ঘোষণা করা হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, স্টেডিয়াম থেকে মাত্র ৩০০ মিটার উপর থেকেই বজ্রপাতটি এসেছিল আর সেই খেলোয়াড়টিকে আঘাত করেছিল। শনিবার স্থানীয় সময় বিকেল ৪.২০-তে এই ঘটনা ঘটে।
এই ঘটনার পর মৃত ফুটবলারের প্রতি শোকে ইন্দোনেশিয়ার একাধিক ক্লাব নীরবতা পালন করে। তবে এরকম মর্মান্তিক ঘটনা নতুন নয়। গত বছর ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি অনুর্ধ্ব-১৩ প্রতিযোগিতার খেলা চলাকালীন বজ্রাঘাতে আঘাত পেয়ে হৃদরোগে আক্রান্ত হন এক ফুটবলার। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার ২০ মিনিট পর চেতনা ফিরেছিল তার।