আইএফএ সচিব জয়দীপ মুখার্জিকে অনুসরণ করে এবার পদত্যাগ করলেন দুই সহ-সভাপতি। বিস্তারিত পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : আইএফএ জটিলতা মেটাতে পদত্যাগকারী সচিব জয়দীপ মুখার্জি ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু সেই আলোচনার আগে সচিব জয়দীপের রাস্তায় হেঁটে আইএফএ থেকে ইস্তফা দিলেন দুই সহ-সভাপতি। শোনা যাচ্ছে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আবদারের কাছে তাঁরাও মাথা নত করতে রাজি নন। সেইজন্য এবার সরে দাঁড়ালেন দুই সহ-সভাপতি পার্থ সারথী গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার তথা রাজ্য জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি তনুময় বসু।
সোমবারই সকালে এই দুই কর্তা আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তবে আই লিগ শেষ হওয়া পর্যন্ত তাঁরাও নিজেদের কর্তব্য পালন করবেন। সচিবের পরই দুই সহ-সভাপতির পদত্যাগে আইএফএ’র রাজনীতিতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। এদিকে সচিব জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়ে এদিন দুপুরে আইএফএ অফিসে ভিড় করেন মহামেডান স্পোর্টিংয়ের ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব।