বড় চমক! পল পোগবার দাদাকে সই করল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী সাইনিংয়ে বড় চমক দিল এটিকে মোহনবাগান। গিনির সেন্টার ব্যাক ফ্লোরেন্তিন পোগবাকে সই করল সবুজ-মেরুণ ব্রিগেড। সম্পর্কে ইনি পল পোগবার বড় ভাই।
শুক্রবার ফ্লোরেন্তিনের ক্লাব এফসি সোচাউ থেকে এই খবর ঘোষণা করা হয়। ৩১ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারের আরও এক বছর চুক্তি বাকি ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে সই করে এটিকে মোহনবাগান।
সোচাউয়ের হয়ে ফ্লোরেন্তিন ফরাসি লিগের দ্বিতীয় ডিভিশন লিগ ২ তে ৬২টি ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি খেলেছেন ফ্রান্সের সিএস সেডান ও সেন্ট এতিয়েনের হয়ে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের দল আটালান্টা ইউনাইটেডের হয়েও খেলেছেন তিনি। ইউরোপা লিগ ও লিগ ওয়ানেও খেলেছেন তিনি।
সেন্ট্রাল ডিফেন্স ছাড়াও প্রয়োজনে লেফট ব্যাকেও খেলতে পারেন পোগবা। এবং নিঃসন্দেহে এটি একটি বড় সাইনিং এটিকে মোহনবাগানের জন্য।