আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ ফলাফলে পরাজিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচের দুই দিনের মধ্যেই আবারও বিশ্বকাপের ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে বিশ্ব ফুটবলের এই দুই শক্তিশালী দল। যদিও এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলবে দক্ষিণ আমেরিকার দুই দেশ।
আরও পড়ুন- কীভাবে রিঙ্কু হয়ে উঠলেন ফিনিশার? অজানা তথ্য ফাঁস করলেন দীনেশ কার্তিক
ভারতীয় সময় বিকেল ৫:৩০ টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপের গ্রুপ পর্যায় গ্রুপ 'ডি'-এর শীর্ষে থেকে নক আউট পর্যায় যায় আর্জেন্টিনা। অন্যদিকে গ্রুপ 'সি'-এর দ্বিতীয় স্থানে শেষ করে ব্রাজিল। প্রি কোয়ার্টারে ইকুয়েডরের বিরুদ্ধে ৩-১ ফলাফলে ম্যাচ জেতে গত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে ভেনেজুয়েলাকে ৫ গোলের মালা পড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দল।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালে কেন প্রথমে বল করেছিল অস্ট্রেলিয়া? কামিন্সদের গেম রিডিং-এ হতবাক অশ্বিন
ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপের অন্যান্য কোয়ার্টার ফাইনালে স্পেন বনাম জার্মানি, ফ্রান্স বনাম উজবেকিস্তান এবং মালি বনাম মরক্কো ম্যাচ হতে চলেছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে ৪ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। চলতি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে তারা নাইজেরিয়ার সর্বোচ্চ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে।