পেলের কফিনের সাথে সেলফি ফিফা সভাপতির!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল সম্রাট পেলে ৮২ বছর বয়সে পরলোক গমন করেছেন। ফুটবলের এমন অমূল্য রত্নকে শেষবারের মতো দেখতে ব্রাজিলের স্যান্টোসে এসেছিলেন দেশ-বিদেশের ফুটবল ভক্তরা। উপস্থিত ছিলেন পেলের প্রাক্তন সতীর্থরা, বহু তারকা ফুটবলার এবং ফিফা সভাপতি। পেলেকে সম্মান জানাতে ১ কিলোমিটারেরও বেশি লম্বা লাইন পরেছিল স্যান্টোসের রাস্তায়।
তবে পেলের শেষ যাত্রার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে, যা দেখে সাধারণ মানুষ ফিফা সভাপতি গিয়ানি ইনফানটিনোর সমালোচনা করেন। ঠিক কি ঘটেছিল পেলের শেষ যাত্রায়?
খবর অনুযায়ী, ইনফানটিনো স্যান্টোসে পৌছে প্রথমে পেলের স্ত্রী মারিকা আওকিকে স্বান্তনা দেন। কিন্তু এর পর তিনি যে কাজটি করেন সেই ছবি দেখেই ক্ষুব্ধ হন ফুটবল মহল। ফিফা সভাপতিকে দেখা যায় পেলের কফিনের সামনে দাঁড়িয়ে হাসি মুখে সেলফি তুলতে। তার সাথে ছিলেন পেলের প্রাক্তন সতীর্থ লিমা।
বিশ্বজুড়ে ফিফা সভাপতির এই কাজ নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে, ইনফানটিনো বাধ্য হয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে সেই মুহূর্তের আসল ঘটনার কথা জানান সকলকে। ইনফানটিনো বলেন, "গতকালের ছবি এবং একটি সেলফি তোলা নিয়ে কিছু মানুষ আমায় সমালোচনা করেছেন দেখে আমি হতাশ। আমি স্পষ্ট ভাবে জানাতে চাই যে আমি সম্মানিত এবং বিনীত, পেলের পরিবার এবং তাঁর সতীর্থরা আমাকে অনুরোধ করেন তাদের সাথে কিছু ছবি তোলার জন্য। এবং আমি অবশ্যই তাদের অনুরোধে সহমত জানাই।"
এর সাথে তিনি যোগ করেছেন, " সেলফির ক্ষেত্রে, পেলে সতীর্থরা সকলে একসাথে একটি সেলফি তুলতে চেয়েহিলেন, কিন্তু তারা কিভাবে সেলফিটি নেবেন তা বুঝে উঠতে পারছিলেন না। তাদের সাহায্য করতেই আমি তাদের একজনের ফোন নিয়ে সেলফিটি তুলি।"
সবশেষে ইনফানটিনো বলেন, "পেলের প্রতি আমার অগাধ সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। গতকালের অনুষ্ঠানের আমি এমন কিছু করিনি যা পেলেকে কোন ভাবে অসম্মান করে।"
সম্প্রতি ইনফানটিনো জানিয়েছেন পেলের সম্মানে প্রতিটি দেশে একটি করে স্টেডিয়ামের নাম পেলের নামে করার অনুরোধ করেছেন।