ধীরাজের পর এটিকে-মোহনবাগানের এই তরুণ ফুটবলারকে টার্গেট করল এফসি গোয়া

সব্যসাচী ঘোষ : আইএসএল শেষ, এবার লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। পর্বতসম এই লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে মরিয়া এফসি গোয়া। আর সেই কারণে নিজেদের দলের খামতিগুলিকে ঢাকতে চাইছে তারা। দল গুছিয়ে নিতে এবার এটিকে-মোহনবাগানের তরুণ ডিফেন্ডার সুমিত রাঠিকে অফার করল এফসি গোয়া।
জানা গিয়েছে, ট্রান্সফার ফি দিয়েই সুমিতকে নিতে চাইছে এফসি গোয়া। সেই নিয়ে আপাতত এটিকে-মোহনবাগানের কর্তাদের সাথে কথা বলছেন এফসি গোয়া টিম ম্যানেজমেন্ট। এটিকে-মোহনবাগানের সাথে ২০২৫ সালের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে রাঠির। বর্তমানে তার ট্রান্সফার মূল্য ১.১ কোটি টাকা। এদিকে এটিকে-মোহনবাগানও খেলবে এএফসি কাপ, ফলে এই তরুণ ডিফেন্ডারকে নেওয়া বেশ কঠিন হবে এফসি গোয়ার জন্য।
এবারের আইএসএলে খুব বেশি খেলার সুযোগ পাননি ১৯ বছরের এই সেন্টার ব্যাক। সন্দেশ ঝিঙ্গান, তিরি এবং প্রীতম কোটালের উপস্থিতিতে সুযোগ পাওয়ারও কথা নয় এই তরুণের। কেবল ছয়টি ম্যাচ খেলেছেন এই মরশুমে। এদিকে গোয়ার ডিফেন্সে বেশ ভালোই সুযোগ পাবেন সুমিত। গোয়ার ডিফেন্সকে জোরদার করতে সুমিত রাঠি যে ভালো একটি অপশন হবে গোয়ার জন্য, তা নিশ্চিতভাবেই বলা যায়।