আইএসএল এর মাঝ পথে জুয়ান ফেরান্ডোর শিবির বদলানোয় স্বভাবতই প্রচণ্ড ক্ষুব্ধ গোয়া শিবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোচ হারিয়ে রীতিমত ফুঁসছে এফসি গোয়া শিবির! এরকম যে হতে পারে কল্পনাতেই আনতে পারেনি আরব সাগর তীরের ফ্র্যাঞ্চাইজি। এফসি গোয়ার কর্ণধার ‘অক্ষয় টন্ডনের’ একের পর এক টুইটের মাধ্যমে পরিষ্কার গোয়া শিবির, জুয়ান ফেরান্ডোর গোয়া থেকে এটিকে মোহনবাগানে যাওয়ার সিধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ। নিজের টুইটের মাধ্যমে তিনি সিজনের মাঝপথে জুয়ানকে কোচ হতে প্রস্তাব দেওয়া এবং ফেরান্ডোর সিজনের মাঝ পথে কাউকে কিছু না জানিয়ে গোয়াকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা যে ফুটবল এথিক্স এবং স্পোর্টস-ম্যান স্পিরিটের পরিপন্থী সেটা বুঝিয়েও দেন।
ফেরান্ডোর গোয়া থেকে এটিকে মোহনবাগানে আশার বিষয়ে কথা বলতে গিয়ে, এফ.সি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল রবি পুস্কুর বলেছেন- "আমরা জুয়ানকে হারিয়ে খুব হতাশ। তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তটি আমাদের কাছে অপ্রত্যাশিত এবং তার এই সিদ্ধান্তে আমরা সবাই হতভম্ব। বিশেষ করে ফেরান্ডোর সিজনের মাঝপথে ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে আমরা যথেষ্টই হতাশ। রবিবার সকালে ফেরান্ডোর ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশের আগে পর্যন্ত আমরা পুরোটাই অন্ধকারে ছিলাম । যাইহোক আমি জুয়ানকে তার ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা জানাই।"
এদিন দুপুরে এফসি গোয়ার পক্ষ থেকে ডিরেক্টরের বক্তব্য প্রেস রিলিজ করে জানান হয়।