আসন্ন আইএসএলের জন্য এই বিশেষ মানের তারকা ফরোয়ার্ড আনতে চলেছে এফসি গোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইএসএলের জন্য ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা। এই পরিস্থিতিতে এফসি গোয়া মরিয়া থাকবে তাদের স্ট্রাইকফোর্সকে আবারও নতুন করে সাজাতে। গত মরশুমের গোল্ডেন বুট জয়ী ইগর অ্যাঙ্গুলো ক্লাব ছাড়ায় এবার নতুন স্ট্রাইকারের খোঁজে রয়েছে এফসি গোয়া।
এই পরিস্থিতিতে যেরকম স্বাচ্ছন্দ্যপূর্ণ ফুটবল খেলে এফসি গোয়া, তাতে তারা এমন স্ট্রাইকারের খোঁজ করছে যিনি মরশুমে ১৫ গোল মারতে পারেন। এর আগে গত চার মরশুমে এই কাজ করে এসেছেন ফেরান কোরোমিনাস ও ইগর অ্যাঙ্গুলো, যার জেরে তিনবার গোল্ডেন বুট খেতাব এসেছে এফসি গোয়ার ঘরে।
এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এফসি গোয়ার ফুটবল পরিচালক রবি পুস্কুর বলেছেন, "আমরা এমন একজনকে চাইছি যার মধ্যে আলাদা গুণাগুণ রয়েছে। এটি অগ্রাহ্য করা যাবে না যে কোরো এই লিগের সেরা স্ট্রাইকার এবং ওনার মত কোয়ালিটির খেলোয়াড়কে পরিবর্তন করা কখনই সহজ নয়। উনি কেবল ওনার গোলের জন্য নয়, অল রাউন্ড খেলার জন্য সুপরিচিত। ইগর আমার দেখা লিগের সেরা ফিনিশার।"
এবার নয়া স্ট্রাইকার আনার বিষয়ে পুস্কুর বলেছেন, "এখন আমরা এমন কাউকে চাইছি যিনি এই দুই খেলোয়াড়ের মিশেল হবেন, যিনি একজন স্ট্রাইকার হিসেবে আমাদের এখানে ফিট হবেন এবং আমরা চাই উনি অবদন রাখুন। আমরা এমন একজন স্ট্রাইকার চাই যিনি কমপক্ষে ১৫ গোল মারতে পারেন। আর সেটিই আমাদের শীর্ষে নিয়ে যাবে।"
একাধিক রিপোর্ট অনুযায়ী, স্প্যানিশ ফরোয়ার্ড ডিওনি ভিল্লাইবার সাথে চুড়ান্ত কথাবার্তা বলছিল এফসি গোয়া। কিন্তু করোনার জেরে তিনি যোগ দেন অ্যাটেলিকো বালিয়ারেসে। যদিও নতুন স্ট্রাইকার খুব শীঘ্রই পেয়ে যাবেন, আশাবাদী গোয়ার ডিরেক্টর। তিনি বলেছেন, "আমরা খুব বেশি দূরে নই। আশা করছি, এই মাসের শেষে, আমরা চুক্তিতে সই করে নেব। এটি প্রকাশ পেয়েছে যে আমরা একটি খেলোয়াড়কে হারিয়েছি অতিমারির জন্য। আমাদের চেষ্টা চলছে। আমাদের কিছু খেলোয়াড় মাথায় রয়েছে, কিন্তু আমরা চুক্তিবদ্ধ তখনই হব যখন আমরা বুঝব যে তিনি সেটির যোগ্য।"