মেসি-ইনিয়েস্তার সতীর্থ, বার্সিলোনায় খেলা এই ফুটবলারকে সই করাল এফসি গোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী নির্বাচনে বড় নিযুক্তি আনল এফসি গোয়া। স্প্যানিশ ডিফেন্ডার মার্ক ভ্যালিয়েন্টেকে আগামী মরশুমের জন্য সই করাল গোয়া। বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর জানায় গোয়া।
লা মাসিয়ার ছাত্র, ভ্যালিয়েন্টে নিজের যুব কেরিয়ারে অধিকাংশ সময়েই অধিনায়ক হিসেবে ছিলেন। লা মাসিয়ায় তিনি খেলেছেন লিওনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তা, সের্জিও বুসকেটস, ভিক্টর ভালদেস, পেদ্রোর মত সুপারস্টারদের সাথে। ২০০৬ সালে এফসি বার্সিলোনার সিনিয়র দলে অভিষেক হয় ভ্যালিয়েন্টের। বেশিরভাগ সময়েই ভ্যালিয়েন্টে খেলেছেন বার্সার বি দলে।
এরপর সেভিয়ার হয়ে লা লিগায় অভিষেক করেন ২০০৯ সালে। ২০০৯-১০ কোপা ডেল রে জয়ী সেভিয়া দলের সদস্য ছিলেন ভ্যালিয়েন্টে। এছাড়া রিয়াল ভাল্লাদোল্লিদে খেলেছেন পাঁচ মরশুম। ২০১৩-১৪ মরশুমে বার্সিলোনার বিরুদ্ধে হার ও রিয়াল মাদ্রিদকে আটকানো ভাল্লাদোল্লিদ দলের সদস্য ছিলেন ভ্যালিয়েন্টে।
স্পেন ছাড়াও খেলেছেন ইজরায়েলের মাক্কাবি হাইফা, বেলজিয়ামের কেএএস ইউপেন ও সার্বিয়ার পার্টিজান বেলগ্রেড দলের হয়ে খেলেছেন ভ্যালিয়েন্টে।
এফসি গোয়ার বর্তমান হেড কোচ কার্লোস পেনার সাথে দীর্ঘ সময় খেলেছেন ভ্যালিয়েন্টে। গোয়ায় যোগ দেওয়ার পর ভ্যালিয়েন্টে বলেছেন, "আমি মুখিয়ে রয়েছি কেরিয়ারের নতুন এই অধ্যায় শুরু করার জন্য। নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ এটি আমার কাছে। কার্লোস পেনা অবশ্যই বড় একটি কারণ আমার এই সিদ্ধান্তের জন্য। উনি আমায় বলেছিলেন হেড কোচ হিসেবে ওনার পরিকল্পনা।"
"আমার মনে হয় আমাদের আরও উচ্চাকাঙ্খী হতে হবে এবং আমাদের লক্ষ্য হওয়া উচিত শীর্ষে যাওয়ার। এবং আমি বিশ্বাস করি আমাদের সেই দল রয়েছে এমনটা করার জন্য। আমি গোয়ার ফুটবল স্টাইল নজর রেখেছি এবং আমার খুব পছন্দ। এরকম আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য, একজন ডিফেন্ডার হিসেবে সব সময়ে নজর রাখতে হবে, কাউন্টার অ্যাটাকের জন্য তৈরি হতে হবে। আমার এই ফুটবল শৈলী খুব ভালো লাগে।"