অ্যাঙ্গুলোর জায়গায় অভিজ্ঞ ফরোয়ার্ড জনাথান সোরিয়ানোকে ফের টার্গেট করল এফসি গোয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পাওয়ার জন্য এফসি গোয়ার উপর ক্ষুব্ধ স্প্যানিশ ফরোয়ার্ড ইগর অ্যাঙ্গুলো, জোরদার ইঙ্গিত দিয়েছে ক্লাব ছাড়ার। এই পরিস্থিতিতে গত মরশুমে ১৪ গোল করা এই তারকা ফরোয়ার্ডের পরিবর্তে জোরদার কোনও স্ট্রাইকারকে পেতে আগ্রহী গোয়া।
এই উপায়ে নিজেদের পুরোনো টার্গেট স্প্যানিশ ফরোয়ার্ড জনাথান সোরিয়ানোকে আবারও নজরে রেখেছে এফসি গোয়া। গত বছর মুম্বই সিটি এফসি এবং এফসি গোয়া আগ্রহ দেখালেও সোরিয়ানো আসতে চাননি। এই অবস্থায় আবারও ৩৫ বছরের এই স্ট্রাইকারকে পেতে আগ্রহী তারা।
বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিডি ক্যাস্টেয়নে খেলছেন সোরিয়ানো। আগামী জুলাই মাসে চুক্তি শেষ হচ্ছে তার। ফলে ফ্রি এজেন্ট হিসেবে সোরিয়ানোকে পেতে পারে গোয়া। এছাড়া, গত বছরের তুলনায় ট্রান্সফার ফি ও বেতনও কমেছে তার। ফলে আর্থিকভাবেও সক্ষম গোয়া।
৩৫ বছরের এই ফরোয়ার্ড খেলেছেন বার্সিলোনা বি দলে। লা লিগার একাধিক ক্লাব যেমন গিরোনা, এস্পানিয়ল, আলমেরিয়ায় খেলেছেন তিনি। এছাড়া অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবার্গ ও সৌদি আরবের আল হিলালেও খেলেছেন তিনি। কেরিয়ারে ২২০ এর উপর গোল করা এই ফরোয়ার্ড আইএসএলে আসলে সফল হওয়ার সম্ভাবনা বেশি, তা বলাই যায়।