বায়ার্ন মিউনিখের পেজে ভারতের তরুণ প্রতিভার ছবি! জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের তরুণ প্রতিভা শুভ পাল গত মরশুমেই জার্মান তথা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল দল বায়ার্ন মিউনিখের 'ওয়ার্ল্ড স্কোয়াড'-এ সুযোগ পেয়েছিলেন। প্রতিভাবান এই ফরোয়ার্ড বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব ১৯ 'ওয়ার্ল্ড স্কোয়াড' এর অংশ ছিলেন। বর্তমানে তিনি আইলিগের ক্লাব সুদেভা দিল্লীর হয়ে খেলেন। সুদেভার হয়ে ৩২ ম্যাচে ৭ গোলও করেছেন তিনি। এছাড়াও শুভ পাল ভারতের অনূর্ধ্ব ২০ দলের হয়েও খেলেন।
এবার এই শুভ পালের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বায়ার্ন মিউনিখের অফিসিয়াল পেজ। বিশ্ব মানের এই ফুটবল ক্লাবের পেজ থেকে ভারতের এক তরুণ খেলোয়াড়ের ছবি পোস্ট, নিঃসন্দেহে ভারতীয়দের কাছে এক গর্বের বিষয়।
মূলত এই পোস্টটির মাধ্যমে বায়ার্ন মিউনিখ নতুন পেশাদার ফুটবলার তুলে আনার চেষ্টা করেছে। পোস্টে বায়ার্ন মিউনিখ জানিয়েছে যে, ২০০৫-২০০৬ এই সময় জন্মগ্রহণ করা তরুণ ফুটবলাররা পেশাদার ফুটবলার হয়ে উঠতে চাইলে তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে অংশগ্রহণ করুক।