ফেরান টোরেসকে পেতে এই চার তারককে সোয়াপ ডিলে ম্যানচেস্টার সিটিতে দিতে রাজি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো সামনে আসছে - এই পরিস্থিতিতে দলগুলি তোড়জোড় শুরু করেছে খেলোয়াড় নেওয়ার জন্য। ম্যানচেস্টার সিটি থেকে স্প্যানিশ উইঙ্গার ফেরান টোরেসকে পেতে আগ্রহী এফসি বার্সিলোনা। তবে সমস্যাটি হচ্ছে দাম নিয়ে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, টোরেসের জন্য ৭০ মিলিয়ন ইউরো চাইছে ম্যান সিটি, তবে বার্সিলোনা সর্বোচ্চ ৪৫ মিলিয়ন ইউরো দিতে রাজি। এই পরিস্থিতিতে এবার কোনও খেলোয়াড়কে সোয়াপ ডিলে দিতে পারে বার্সিলোনা।
স্প্যানিশ পত্রিকা মার্কার রিপোর্ট অনুযায়ী, চারজন খেলোয়াড়কে সোয়াপ ডিলে দিতে রাজি এফসি বার্সিলোনা। তবে ম্যানচেস্টার সিটি চেয়েছিল আনসু ফাতি বা পেদ্রিকে, যাদের ছাড়তে রাজি নয় বার্সা।
রিপোর্ট অনুযায়ী, যে চারজন খেলোয়াড়কে সোয়াপ ডিলে ছাড়তে চাইছে এফসি বার্সিলোনা, তারা হল উসমান ডেম্বেলে, স্যামুয়েল উমতিতি, ফিলিপে কুটিনহো ও ক্লেমেন্ট লংলেট।