চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে পেপ গুয়ারদিওলাকে ফেরাতে বড় অফার দেবে এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুনরায় প্রেসিডেন্ট হিসেবে এফসি বার্সিলোনায় ফেরার পর পুরোনো সেই সাফল্যকে ফিরিয়ে আনতে মরিয়া জোয়ান লাপোর্তা। আর সেই কারণে পুরোনো সাফল্যের অন্যতম বড় কান্ডারি পেপ গুয়ারদিওলাকে ফিরিয়ে আনতে চাইছেন লাপোর্তা।
আগামী শনিবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নামবে চেলসি এবং ম্যানচেস্টার সিটি। এবং একাধিক স্প্যানিশ রিপোর্ট অনুযায়ী, পোর্তোয় সেই ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোয়ান লাপোর্তা। রিপোর্টের মতে, ফাইনালের পর পেপের সাথে আলাদা করে বসবেন লাপোর্তা এবং তার আইনজীবী। এবং সেই সময় তাকে বার্সিলোনায় ফিরে আসার অফার দেওয়া হবে।
কোচ হিসেবে রোনাল্ড কোয়েম্যানের পারফর্মেন্সে খুশি নয় এফসি বার্সিলোনা ম্যানেজমেন্ট। সেই কারণে কোয়েম্যানকে সরিয়ে দিতে উদ্যোগী হয়েছে বার্সা। তবে যোগ্য কোচের খোঁজে রয়েছে কাতালান জায়ান্টরা। আর সেখানে পেপকে এই আসনে আনতে চাইছে বার্সিলোনা।
যদিও ম্যানচেস্টার সিটি এত সহজে পেপকে ছাড়বেন না। আগামী ২০২৩ সাল অবধি সিটির সাথে চুক্তিবদ্ধ রয়েছেন পেপ। এদিকে বেশ কিছু ইংরেজ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ফাইনালের পর সেই চুক্তিকে ২০২৫ সাল অবধি বাড়াতে চাইছে ম্যান সিটি। তবে প্রিয় ক্লাব এফসি বার্সিলোনার অফার পেলে কি করবেন পেপ, সেটি দেখার অপেক্ষা।