আবারও এক রেমোন্তাডা! লিওনেল মেসিকে ক্লাবে রাখতে অন্তিম চেষ্টায় নামল এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত এক যুগ ধরে এফসি বার্সিলোনার সব থেকে বড় ভরসা লিওনেল মেসি চলতি মরশুমে ক্লাব ছাড়তে চলেছেন। দীর্ঘ ২৪ বছরের সম্পর্কের ইতি ঘটাল লা লিগার বেতন সংক্রান্ত নিয়ম। যার ফলে ৫০ শতাংশ বেতন কম করিয়েও মেসিকে রাখতে পারছে না এফসি বার্সিলোনা। আর এই নিয়ে সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন মেসি।
জোর জল্পনা রয়েছে, বার্সিলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে ২০১৭ সালে পিএসজির বিরুদ্ধে ক্যাম্প ন্যুতে যে রেমোন্তাডা ঘটিয়েছিল বার্সিলোনা, সেরকম একটি ঘটনা এবার দলবদলের বাজারে ঘটাতে চাইছে বার্সা। ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বে প্যারিসে বার্সিলোনাকে ৪-০ ফলে হারিয়েছিল পিএসজি। কিন্তু ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে ৬-১ ফলে জিতে কামব্যাক করে বার্সিলোনা।
এফসি বার্সিলোনার প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা যখন একপ্রকার অসহায় হয়ে পড়েছেন, তখন ক্লাবের সিইও ফেরান রেভার্টার অন্তিম লড়াইয়ে নামলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, ক্লাবের তরফ থেকে লিওনেল মেসিকে একটি অন্তিম প্রস্তাব দিতে চলেছেন বার্সার সিইও।
এদিকে সোমবার মেডিকাল পরীক্ষার জন্য লিওনেল মেসির প্যারিসে আসার কথা থাকলেও তিনি আসেননি। যদিও জোর সম্ভাবনা, মঙ্গলবারে প্যারিসে এসে মেডিকাল টেস্ট করাবেন এবং দুই বছরের জন্য পিএসজির সাথে চুক্তিবদ্ধ হবেন লিওনেল মেসি।