কুটিনহোর পরিবর্ত এবার অস্কার! ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারে আগ্রহ দেখাল এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মনে পড়ে অস্কারকে? ব্রাজিলের এই তারকা মিডফিল্ডারের পায়ের জাদুতে মোহিত ছিল ফুটবল বিশ্ব। ব্রাজিল ও চেলসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন অস্কার। এক সময়ে মনে হয়েছিল, ব্রাজিলের অন্যতম সেরা তারকা হয়ে উঠবেন তিনি।
কিন্তু ২০১৭ সালে সকলকে অবাক করে দিয়ে ৬০ মিলিয়ন পাউন্ডে চেলসি থেকে চাইনিজ সুপার লিগের ক্লাব সাংঘাই পোর্ট এফসিতে চলে যান অস্কার। আর তারপর অস্কারের প্রতি আগ্রহ ক্রমেই কমে এসেছে ফুটবল বিশ্বের। তবে আবারও ইউরোপীয় ফুটবলে ফিরতে চলেছেন অস্কার, সৌজন্যে এফসি বার্সিলোনা।
ব্রাজিলিয়ান মিডিয়া টিএনটি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অস্কারকে আনতে আগ্রহী হয়েছে এফসি বার্সিলোনা। গত সপ্তাহে বার্সিলোনার তারকা ব্রাজিলিয়ান ফিলিপে কুটিনহো লোনে অ্যাস্টন ভিলাতে চলে যান, ফলে কুটিনহোর পরিবর্ত হিসেবে অস্কারকে আনতে চাইছে বার্সা।
টিএনটি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, অস্কারের সাথে যোগাযোগ করেছে এফসি বার্সিলোনা। তবে সাংঘাইয়ের সাথে ২০২৪ সাল অবধি চুক্তিবদ্ধ অস্কারকে পেতে বেশ অর্থ খরচ করতে হবে আর্থিকভাবে ধুঁকতে থাকা বার্সিলোনাকে।
শুরুতে সাংঘাইয়ে অস্কারের বেতন ছিল সপ্তাহে চার লক্ষ পাউন্ড, কিন্তু ২০২৪ অবধি এই নতুন চুক্তিতে অস্কারের বেতন বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬০ হাজার পাউন্ড প্রতি সপ্তাহে। ফলে এই বিপুল বেতনের বোঝা নেওয়াটা বেশ কঠিন বার্সার জন্য।
চাইনিজ সুপার লিগে ১১৩টি ম্যাচ খেলেছেন অস্কার, যেখানে ৩৪টি গোল ও ৭৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৮ সালে অস্কারের দৌলতে চাইনিজ সুপার লিগ ও ২০১৯ সালে চাইনিজ এফএ সুপার কাপ জিতেছিল সাংঘাই পোর্ট।
তবে বার্সিলোনা নিজেদের বেশ কিছু খেলোয়াড়কে ছাঁটাই করছে, যাতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ও আগামী মরশুমের জন্য অর্থ যোগান করতে পারে।