ফরোয়ার্ডে জোর বাড়াতে এফসি বার্সিলোনার টার্গেট আলভারো মোরাতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে স্ট্রাইকার সমস্যায় ভুগছে এফসি বার্সিলোনা। সের্জিও আগুয়েরো অবসর নিয়েছেন, চুড়ান্ত অফ ফর্মে লুক ডি জং ও মেম্ফিস ডিপে, মার্টিন ব্র্যাথওয়েট চোটে আক্রান্ত - এই পরিস্থিতিতে কাতালান জায়ান্টরা ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়াতে বড় কোনও মুখকে চাইছে।
এই পরিস্থিতিতে তারকা স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতাকে চাইছে এফসি বার্সিলোনা। একাধিক রিপোর্ট অনুযায়ী, অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জুভেন্টাসে লোনে যাওয়া মোরাতা বার্সিলোনার যাবতীয় শর্তে রাজি হয়েছে।
ইতিমধ্যেই জুভেন্টাস জানিয়ে দিয়েছে, মোরাতাকে পুরোপুরি কেনার জন্য ৩৫ মিলিয়ন ইউরো খরচ করবে না। আর এর ফলে জুভেন্টাস থেকে এই তারকাকে আনতে পারে বার্সা। তবে এই চুক্তি ততদিন সম্পূর্ণ হবে না, যতদিন মোরাতার পরিবর্ত কোনও খেলোয়াড়কে না পায় জুভেন্টাস। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ থেকেও নিতে হবে অনুমতি।