নয়া যুগের সন্ধানে বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছাড়তে চলেছে এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লা লিগা খেতাব দৌড়ে পিছিয়ে রয়েছে, চ্যাম্পিয়নস লিগের সাফল্যও অধরা - এই পরিস্থিতিতে এফসি বার্সিলোনার সাফল্য খুবই ক্ষীণ। এমন পরিস্থিতিতে ক্লাবকে পুরোনো গৌরবে ফিরিয়ে আনতে মরিয়া ভূমিকা নিতে চলেছেন প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা।
কোচ রোনাল্ড কোয়েম্যানকে নিয়ে ইতিমধ্যেই দলগঠনের কাজ শুরু করেছেন লাপোর্তা। সের্জিও আগুয়েরো ও এরিক গার্সিয়াকে কার্যত সই করিয়ে নেওয়া থেকে মেম্ফিস ডিপে ও জর্জিনিও উইনাল্ডামের মত তারকা খেলোয়াড়দের সাথে চুড়ান্ত কথাবার্তা চালিয়ে যাচ্ছে বার্সা। কিন্তু আর্থিক সংকটের মধ্যে এই বড় সাইনিং করতে বেশ কিছু খেলোয়াড়কে ছাঁটাই করতে চলেছে, তা স্পষ্ট।
জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে, যাদের অন্য দলে দিয়ে দেওয়া হবে, বা লোনে অন্য ক্লাবে পাঠানো হবে। এই খেলোয়াড়রা হলেন, নেটো, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, মিরোলেম পিয়ানিচ, ম্যাথিউস ফার্নান্ডেজ, মার্টিন ব্র্যাথওয়েট ও ফিলিপে কুটিনহো।
এছাড়া মরশুম শেষে লিওনেল মেসি থাকছেন না চলে যাবেন, সে নিয়ে জল্পনা চলছেই। এদিকে ২০২২ অবধি চুক্তি থাকা উইংব্যাক সের্জি রবের্তোকেও ছাড়াও বিষয়ে পরিকল্পনা করছে বার্সা। এই নিয়ে শুক্রবার বিশেষ বৈঠকে বসেছিলেন লাপোর্তা, কোয়েম্যান এবং ভাইস প্রেসিডেন্ট রাফায়েল ইয়ুস্তে।
এর জেরে স্পষ্ট, বেশ কিছু খেলোয়াড়কে ছাঁটাই করে আর্থিক দিক থেকে চাপমুক্ত যেমন হতে চাইছে, তেমনই ট্রান্সফার ফি এর মাধ্যমে সুপারস্টার সাইনিং করিয়ে আবারও চমক আনতে চাইছে বার্সিলোনা। সব মিলিয়ে, এক নতুন যুগের সূচনা করতে চলেছে বার্সা।