লিওনেল মেসির প্যারিসে যাওয়া আটকাতে এবার আদালতের দ্বারস্থ হল এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সাংবাদিক বৈঠকে নিজের ঘর এফসি বার্সিলোনা ছাড়ার বার্তা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিওনেল মেসি। যা সম্ভাবনা, তাতে প্যারিস সেইন্ট জার্মেইনই হতে চলেছে মেসির নয়া ঘর। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের প্যারিসে যাওয়া আটকাতে এবার মরিয়া হয়ে উঠল বার্সিলোনা।
এফসি বার্সিলোনার আইনজীবীরা ইতিমধ্যেই ইউরোপিয়ান কোর্ট অফ অ্যাপিলসে অভিযোগ দায়ের করেছে। আইনজীবীদের অভিযোগ, ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নিয়মে বার্সিলোনার থেকে অনেক খারাপ অবস্থা পিএসজির। এবং সেই কারণে আর্থিক দিক থেকে মেসিকে সই করাতে পারে না প্যারিস।
এই নিয়ে এফসি বার্সিলোনার আইনজীবীদের তরফ থেকে জুয়ান ব্রাঙ্কো টুইটারে লিখেছেন, "আমাদের সঙ্গী এফসি বার্সিলোনার হয়ে, আমার ফার্ম একটি অভিযোগ তৈরি করেছে ইউরোপিয়ান কমিশনের সাথে, এবং ফরাসি আদালতগুলির কাছে দাবি করছে পিএসজিতে লিওনেল মেসির সই আটকানোর জন্য নিষেধাজ্ঞা জারি করতে। পিএসজির ফাইনান্সিয়াল ফেয়ার প্লে এর অনুপাত এফসি বার্সিলোনার থেকেও খারাপ। ২০১৯-২০ সালে পিএসজির বেতন-আয়ের অনুপাত ছিল ৯৯ শতাংশ, যেখানে বার্সিলোনার ছিল ৫৪ শতাংশ। এবং এই মুহুর্তে সেই পার্থক্য অনেকটাই বেড়েছে।"
রিপোর্ট অনুযায়ী, মেসিকে সই করালে ফাইনান্সিয়াল ফেয়ার প্লেতে ভেঙে পড়বে পিএসজি। এবং ৫০ শতাংশ বেতন কমিয়েও এফসি বার্সিলোনা সই করতে পারেনি মেসিকে, কারণ এর ফলে বেতনের অনুপাত বেড়ে ১১০ শতাংশে চলে যেত।
ইতিমধ্যেই চলতি দলবদলের মরশুমে জিয়ানলুইগি ডোনারুম্মা, সের্জিও র্যামোস, আচরাফ হাকিমি ও জর্জিনিও উইনাল্ডামকে সই করিয়েছে পিএসজি। এছাড়া নেইমার ও কিলিয়ান এমবাপ্পেও বিপুল বেতনে রয়েছে পিএসজিতে। এবার মেসির মত সুপারস্টারের আগমণে সেই বেতনের অনুপাত এক ধাক্কায় অনেকটাই বাড়বে, তা বলাই যায়।