আতোঁয়া গ্রিজম্যানকে বিক্রি করতে উদ্যোগী এফসি বার্সিলোনা, আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১২০ মিলিয়ন ইউরো দিয়ে পাঁচ বছরের চুক্তিতে ফরাসি ফরোয়ার্ড আতোঁয়া গ্রিজম্যানকে নিয়ে এসেছিল এফসি বার্সিলোনা। কিন্তু তারপর থেকে অ্যাটলেটিকোর সেই দুর্ধর্ষ ফর্ম ধরে রাখতে পারেননি বার্সায়। চোট-আঘাত ও অফ ফর্মে কখনই সেই জায়গা করে নিতে পারেননি গ্রিজম্যান।
লা লিগায় ৭০ ম্যাচে মাত্র ২১ গোল রয়েছে গ্রিজম্যানের, যেখানে চ্যাম্পিয়নস লিগে ১৬ ম্যাচে স্রেফ চার গোল। এই পরিস্থিতিতে এই তারকা ফরোয়ার্ডকে বিদায় জানাতে চাইছে এফসি বার্সিলোনা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, যে সকল খেলোয়াড়দের বিক্রি করে দিতে চলেছে বার্সিলোনা, তার মধ্যে অন্যতম আতোঁয়া গ্রিজম্যান। যদিও, এমনি এমনি ছাড়তে চাইছে না বার্সা। ভালো অফার পেলেও গ্রিজম্যানকে ছেড়ে দিতে চাইছে তারা।
এদিকে নিজেদের পুরোনো খেলোয়াড়কে আবারও ফিরে পেতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ। এই নিয়ে ক্লাবের প্রেসিডেন্ট এনরিকে সেরেজো একটি সাক্ষাৎকারে বলেছেন, "গ্রিজম্যান? উনি একজন অসামান্য খেলোয়াড় এবং আমি আশা করব আমরা ওনাকে যেন ফেরত পাই। তবে আমার মনে হয় না বার্সা ওনাকে ছাড়তে চাইবে। যে কোনও দল ওনাকে পেতে আগ্রহী হবে।"
ফলে এখন দেখার, আবারও সাদা-লাল জার্সিতে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে কি ফিরবেন অ্যাটলেটিকোর প্রিয় গ্রিজম্যান?