আগুয়েরোর পরিবর্তে দলের প্রাক্তন এই তারকাকে ফিরিয়ে আনার চেষ্টায় এফসি বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে নিজের অবসর ঘোষণা করেন আর্জেন্টিনীয় তারকা ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। আর এর জেরে আগুয়েরোর পরিবর্ত হিসেবে কাউকে খুঁজছে এফসি বার্সিলোনা। এবার যা খবর, আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাবে এক সময় দাপটের সাথে খেলে যাওয়া অ্যালেক্সিস স্যাঞ্চেজকে সই করতে আগ্রহী বার্সিলোনা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ইন্টার মিলান থেকে স্যাঞ্চেজকে আনতে সোয়াপ ডিলের সাহায্য নিতে পারে বার্সা। সেভিয়া থেকে লোনে আসা লুক ডি জংকে এই ডিলে অন্তর্ভুক্ত করা হতে পারে।
তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বার্সিলোনার প্রথম পছন্দ ফেরান টোরেস, তবে ম্যানচেস্টার সিটি থেকে টোরেসকে আনতে বেশ অর্থ খরচ করতে হবে বার্সাকে। ফলে সস্তায় স্যাঞ্চেজকে আনতে আগ্রহ দেখিয়েছে কাতালান জায়ান্টরা।
২০১১-২০১৪ সাল অবধি বার্সিলোনায় খেলেছেন স্যাঞ্চেজ। ইতিমধ্যে স্যাঞ্চেজ নানাভাবে আভাস দিয়েছেন, ইন্টার মিলান ছাড়তে চান তিনি। আর এর জেরে পুরোনো ক্লাবে ফিরে আসতেই পারেন চিলির এই তারকা উইঙ্গার।