এফসি বার্সিলোনার দায়িত্ব নিতেই জাভির টার্গেটে ড্যানি ওলমো ও ফেরান টোরেস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এফসি বার্সিলোনার হেড কোচের দায়িত্ব নেওয়ার পরে দলের খেলায় আমূল পরিবর্তন আনতে চাইছেন জাভি হার্নান্ডেজ। সেই পুরোনো টিকি-টাকা ও পাস অ্যান্ড মুভ ফুটবলের জন্য খেলোয়াড়ের খোঁজে রয়েছেন জাভি এবং আসন্ন ট্রান্সফার উইন্ডোয় দুই তরুণ স্প্যানিয়ার্ডকে আনতে আগ্রহী জাভি।
জনপ্রিয় পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, আরবি লিপজিগের ফরোয়ার্ড ড্যানি ওলমো ও ম্যানচেস্টার সিটির উইঙ্গার ফেরান টোরেসকে পেতে চান জাভি। ড্যানির সাথে বিশেষ সম্পর্ক রয়েছে জাভির, দুজনেই টেরেসা শহরের বাসিন্দা। ফলে ড্যানিকে আনতে বড় উদ্যোগ নিতেই পারেন জাভি। এছাড়া ড্যানি ওলমো বার্সিলোনায় নিজের বাড়ি ফিরতে চান এবং পরিবারের কাছে থাকতে চান।
২৩ বছরের ড্যানি ওলমোর খেলা হল তার গতি, শটের জোর ও দুর্দান্ত ক্রসিং ক্ষমতা। যার জেরে ফরোয়ার্ড ছাড়াও দুই উইংয়ে খেলতে পারেন। গত ট্রান্সফার উইন্ডোতে ওলমোকে লোনে আনতে উদ্যোগী ছিল বার্সা, যেখানে শর্ত হিসেবে ২০২২ সালে বাধ্যতামূলক ট্রান্সফারের সুযোগ ছিল। কিন্তু শেষ অবধি তা হয়নি।
এদিকে ২১ বছরের তরুণ উইঙ্গার ফেরান টোরেস নিজের প্রতিভা দেখিয়েই চলেছেন। স্পেনের হয়ে ইতিমধ্যেই ২২ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এছাড়া ম্যান সিটির হয়ে হ্যাটট্রিক রয়েছে টোরেসের। বর্তমানে চোটের জেরে বাইরে রয়েছেন টোরেস।
তবে এফসি বার্সিলোনার পক্ষে চিন্তা হবে এই দুই খেলোয়াড়ের দীর্ঘমেয়াদী চুক্তি। আরবি লিপজিগের সাথে ২০২৪ সাল অবধি চুক্তি রয়েছে ওলমোর, এদিকে ম্যানচেস্টার সিটির সাথে ২০২৫ সাল অবধি চুক্তি রয়েছে ফেরান টোরেসের।