ব্রাইটের আগমণে উচ্ছ্বসিত কভেন্ট্রি সিটির সমর্থকরা, বড় বার্তা দিলেন কভেন্ট্রির কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের কাঁদিয়ে দুই বছরের চুক্তিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপ দল কভেন্ট্রি সিটিতে যোগ দিলেন ব্রাইট এনোবাখারে। ২০১৮-১৯ মরশুমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লোনে কভেন্ট্রিতে খেলেছিলেন ব্রাইট, আর অল্প সময়েই মন কেড়ে নিয়েছিলেন সমর্থকদের। ১৮ ম্যাচে ছয় গোল ও তিন অ্যাসিস্ট করেছিলেন ব্রাইট। আর এর জেরে ক্লাবের সেরা যুব খেলোয়াড়ের সুযোগ পেয়েছিলেন।
আর ব্রাইটের আগমণে উচ্ছ্বসিত ক্লাবের ম্যানেজার মার্ক রবিনস। কভেন্ট্রির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা খুবই খুশি কভেন্ট্রি সিটিতে ব্রাইটকে আবারও স্বাগত জানাতে পেরে। ব্রাইট অত্যন্ত প্রতিভাবান একজন ফুটবলার যার ক্ষমতা রয়েছে খেলা ঘুরিয়ে দেওয়ার এবং কোনও কিছু না হওয়া থেকে সুযোগ তৈরি করে নেওয়ার। আমরা উচ্ছ্বসিত আবারও ওর সাথে কাজ করতে পারার জন্য।"
এদিকে ব্রাইটের আগমণে বেশ খুশি সমর্থকরা। অনেকেই মনে করছেন, ব্রাইটের আগমণে ক্লাব আবারও প্রোমোশন পেতে পারে। গত মরশুমে ১৬তম স্থানে শেষ করেছিল কভেন্ট্রি, সেখান থেকে ব্রাইটের আগমণে অনেকটাই উন্নতি করবে কভেন্ট্রি, এমনটাই মনে করছেন সমর্থকরা। যদিও কেউ কেউ মনে করছেন, ব্রাইটের স্বভাবের জেরে এই সাইনিং ক্ষতিও করতে পারে কভেন্ট্রির, কিন্তু তার স্কিল ও গতি সাফল্য আনতে পারে।
দেখে নেওয়া যাক সমর্থকদের প্রতিক্রিয়া -