বেঙ্গালুরু এফসির প্রস্তাব পাওয়া সত্ত্বেও মহমেডানে থেকে যাচ্ছেন ফয়সল আলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনে আবারও চমক মহমেডানের। তরুণ উইঙ্গার ফয়সল আলিকে রেখে দিল সাদা-কালো ব্রিগেড। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফয়সলকে রিটেইন করার বিষয়ে বার্তা দিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব।
তবে ফয়সলকে রাখার ক্ষেত্রে চমকটি হল, আইএসএলের ক্লাব বেঙ্গালুরু এফসির অফার আসা সত্ত্বেও মহমেডানের কৃতিত্ব তাকে ধরে রাখার। পার্ক সার্কাসের এই তরুণ ফুটবলারের কাছে দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব রেখেছিল বেঙ্গালুরু, কিন্তু মহমেডানেই থেকে যাচ্ছেন ফয়সল।
গত আইলিগে দুর্দান্ত ফুটবল খেলেন ফয়সল। ১২টি ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন ২২ বছরের এই উইঙ্গার। যেভাবে তারকা সমৃদ্ধ দল তৈরি করছে মহমেডান, তাতে ফয়সল অত্যন্ত বড় ভূমিকা নেবেন বলেই আশা করছেন সমর্থকরা।