Exclusive : চেরনিশভের পরিবর্তে সাদা-কালো শিবিরের দায়িত্বে কিবু ভিকুনা?

এক্সট্রা টাইম এক্সক্লুসিভ : মঙ্গলবার ঘরের মাঠে লিগ টেবিলের দশম স্থানে থাকা কেঁকরে এফসির বিরুদ্ধে ২-২ ফলে ড্র করে মহামেডান। দুইবার এগিয়ে থেকেও ম্যাচ খুইয়ে বসে সাদা-কালো ব্রিগেড। এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হেড কোচ আন্দ্রে চেরনিশভকে নিয়ে।
সাত ম্যাচে চারটি হার, একটি ড্র - সব মিলিয়ে চেরনিশভের উপর থেকে আস্থা ক্রমশই হারাচ্ছে মহামেডান কর্মকর্তাদের। আর মঙ্গলবারের এই ড্র কার্যত শেষ লাইনটি লিখে দিল বলাই যায়।
এবার যা খবর, মহামেডান স্পোর্টিংয়ে দায়িত্বে আনা হতে পারে আইলিগজয়ী কোচ কিবু ভিকুনাকে। ডায়মন্ড হারবার এফসিকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে তুলে দেওয়া কিবুকে চাইছে সাদা-কালো ব্রিগেড। শোনা যাচ্ছে, একপ্রস্থ কথা হয়ে গিয়েছে কিবুর সাথে মহামেডান কর্তাদের।
বুধবার সাব-কমিটির বৈঠকে বসবে মহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা। এবং সেই আলোচনার অন্যতম বিষয় হবে কোচ পরিবর্তন নিয়ে। যা খবর, রিয়াল কাশ্মীর ম্যাচের পরেই বিদায় জানানো হতে পারে আন্দ্রে চেরনিশভকে। কারণ, যদি কিবুকে আনা হয়, তাহলে জানুয়ারির আগে তিনি দায়িত্বে যোগ দিতে পারবেন না।
এদিকে সূত্রের খবর, সহকারী কোচ হিসেবে প্রতিষ্ঠিত বাঙালি প্রশিক্ষককে নিযুক্ত করতে চাইছেন সাদা-কালো কর্তারা। সব মিলিয়ে, নিজেদের খোলনলচে বদলে নতুন করে নামতে চাইছে মহামেডান স্পোর্টিং।