এক্সক্লুসিভ: ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দিলেন ফ্রান্সিসকো জোস ব্রুটো দ্যা কস্টা। বিস্তারিত পড়ুন...

সব্যসাচী বাগচী: বয়স মাত্র ৩৮। তবে এত কম বয়সেই উয়েফা প্রো লাইসেন্স ডিগ্রি রয়েছে তাঁর ঝুলিতে। মোহনবাগান দিবসের দিন খুশির খবর পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আগামী মরসুমের জন্য লাল-হলুদের কোচ হিসেবে নিযুক্ত হলেন এএফসি প্রো লাইসেন্সধারী ফ্রান্সিসকো জোস ব্রুটো দ্যা কস্টা। আর সরকারি ঘোষণার কিছুক্ষণ পরেই গোয়ার মারগাঁও থেকে একমাত্র এক্সট্রাটাইম'কে টেলিফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন লাল-হলুদের নতুন কোচ।
একটা সময় মালয়েশিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। আপাতত এক মরসুমের জন্যই লাল-হলুদের দায়িত্ব নিলেন তিনি। এর আগে তৃতীয় আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এই ভারতীয়। তবে এর চেয়েও বড় তথ্য হল ভারতীয় ফুটবলের গ্রাসরুট ডেভেলপমেন্টের সঙ্গে তিনি গত ১৪ বছর ধরে যুক্ত আছেন। গত ১৪ বছর তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের এআইএফএফ এলিট একাডেমির দায়িত্ব পালন করেছেন। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে যে তাঁর জ্ঞান আছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
আইএসএল কিংবা আই লিগ খেলা, দলগঠন থেকে খোলামেলা ড্রেসিংরুম। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল বারবার আত্মবিশ্বাসী হওয়ার উপর জোর দিলেন এই গোয়ানিজ। পাশাপাশি অগুনিত ইস্টবেঙ্গল সমর্থকদের কাছেও পাশে থাকার আবেদন করলেন লাল-হলুদের নতুন কোচ।