বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ছেন এরলিং হালান্ড, এই চার বড় ক্লাব হতে চলেছে পরবর্তী গন্তব্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যা সম্ভাবনা, তাতে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়তে চলেছেন সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ড। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে ইউরোপা লিগে এসেছে ডর্টমুন্ড, আর এই পরিস্থিতিতে হালান্ডের ইচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোনও ক্লাবে খেলতে চান।
এবার এই নিয়ে বড় আপডেট দিয়েছেন হালান্ডের এজেন্ট তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় এজেন্ট মিনো রাইওলা। ডর্টমুন্ডের সাথে ২০২৪ অবধি চুক্তি থাকা হালান্ডকে পেতে চাইছে একাধিক ইউরোপিয়ান ক্লাব। ২০২২ সালে হালান্ডের রিলিজ ক্লজ অর্থাৎ ৮০ মিলিয়ন ইউরো দামটি চালু হয়ে যাবে। এবং যা সম্ভাবনা, মরশুম শেষে ক্লাব ছাড়তে চলেছেন হালান্ড।
আগামী দিনে যেতে পারেন এই চার হেভিওয়েট ক্লাবে, এমনই জানিয়েছেন রাইওলা। বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, এফসি বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটি - এই চার ক্লাবে যেতে পারেন হালান্ড। এক সাক্ষাৎকারে রাইওলা বলেছেন, "মরশুম শেষে বড় সম্ভাবনা রয়েছে যেখানে হালান্ড ক্লাব ছাড়তে পারেন। হয়ত এই গ্রীষ্মকালে, হয়ত গ্রীষ্মের পর। উনি অবশ্যই আগামী পদক্ষেপটি নেবেন। বায়ার্ন, রিয়াল, বার্সিলোনা, সিটি - এই বড় ক্লাবগুলিতে উনি যেতে পারেন। আমরা সবাই জানি উনি যখন ডর্টমুন্ডে এসেছেন, এই বড় পদক্ষেপটি হতেই চলেছে।"
এদিকে রাইওলা জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে এই ক্লাবগুলির সাথে আলোচনা বসবেন। তিনি জানিয়েছেন, "আমরা আমাদের পরিকল্পনার কথা জানাব আর ওরা ওদেরটা জানাবে।"