স্বল্প কথায় নিজেকে নিয়ে যাবতীয় ট্রান্সফার গুঞ্জনের জবাব দিয়ে দিলেন এরলিং হালান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ইউরোপ তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে উঠে এসেছেন নরওয়ের তরুণ স্ট্রাইকার এরলিং হালান্ড। ২০ বছরের এই ফুটবলার নিজের গোলস্কোরিং ক্ষমতার মাধ্যমে সকলকে অবাক করে দিচ্ছেন। এবং এর জেরে ইতিমধ্যেই ইউরোপের হেভিওয়েট ক্লাবের নজরে রয়েছেন হালান্ড।
বেশিরভাগই ক্লাবই মোটা টাকার থলি নিয়ে হাজির হালান্ডের বর্তমান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের কাছে, যাতে চুক্তিবদ্ধ অবস্থায় থাকা হালান্ডকে তারা দিয়ে দেয়। এদিকে ডর্টমুন্ডের সাথে আরও অনেক বছরের চুক্তি রয়েছে হালান্ডের। এত কিছু জল্পনা-কল্পনার মাঝে এবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত এই ধরণের গুঞ্জন থেকে তিনি বিরত থাকবেন এবং ডর্টমুন্ডের হয়ে বর্তমান বিষয়টিকে ফোকাসে রাখবেন। নরওয়ের জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সাংবাদিক বৈঠকে হালান্ডকে প্রশ্ন করা হয়েছিল এই ট্রান্সফার গুঞ্জন নিয়ে। সে নিয়ে তিনি বলেছেন, “আমার এখনও তিন বছরের চুক্তি রয়েছে, সুতরাং সে নিয়ে আমি আপাতত চিন্তিত নই।“
চলতি মরশুমে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন হালান্ড। বুন্দেশলিগায় ২১ ম্যাচে ২১ গোল ও পাঁচ অ্যাসিস্ট রয়েছে তার, এদিকে চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে ১০ গোল করেছেন হালান্ড। ইতিমধ্যেই মরশুমে ৩৩ গোল হয়ে রয়েছে হালান্ডের। ফলে ইউরোপের হেভিওয়েটরা কেন তাঁকে পেতে মরিয়া, সে নিয়ে কোনও সন্দেহ নেই।