স্যালারি ক্যাপের মধ্যে থেকেই ফুটবলার নেবে ইমামি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইস্টবেঙ্গল কার্যকরী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, চিঠির মাধ্যমে ইমামিকে তারা জানাবে মোহনবাগানের মতো দল গঠনের জন্য। অর্থাৎ ফুটবলার নেওয়ার ক্ষেত্রে কোন রকম কার্পণ্য যেন ইমামি না করে। প্রসঙ্গত, গত দুই মরশুমে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের দল গঠনের ক্ষেত্রে বাজেটের বিস্তার ফারাক ছিল। তার প্রভাব পড়েছে বিগত বছরের পারফরমেন্সে।
আগামী মরশুম থেকে আর যেন সেরকম না ঘটে। তাই ইস্টবেঙ্গল ক্লাব আগে থেকেই সাবধান হতে চাইছে। এ বিষয়ে ইমামির অন্দরমহলে কান পেতেছিল এক্সট্রা টাইম বাংলা। শোনা যাচ্ছে ইমামি আইএসএল-এর স্যালারি ক্যাপের মধ্যেই থাকতে চাইছে। আইএসএল-এর নিয়ম তারা ভাঙতে চায়না। অর্থাৎ আইএসএল উদ্যোক্তাদের তৈরি করে দেওয়া নিয়মের বাইরে তারা যেতে চায়না।
কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিতে ইমামির সঙ্গে যৌথ ভাবে ভূমিকা পালন করেছিল ইস্টবেঙ্গল। সহকারী কোচ ও বাকি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইমামির সঙ্গে সমানভাবে আলোচনায় থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের থিংক ট্যাংক। এমন কথাই শোনা যাচ্ছে ইমামির অন্দরমহল থেকে।