আইএসএল খেলা তারকা ব্রাজিলিয়ান অ্যালেক্স লিমাকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই স্প্যানিশ ডিফেন্ডার ইভান গোঞ্জালেজকে প্রাক চুক্তিতে সই করে রেখেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। তবে আর কোনও বিদেশী নির্বাচিত না হওয়ায় আশঙ্কায় ছিল লাল-হলুদ ব্রিগেড। এই পরিস্থিতিতে শুক্রবার মধ্যরাতে বড় চমক এল লাল-হলুদ ব্রিগেডের জন্য।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমাকে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। ৩৩ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার গত মরশুমে জামসেদপুর এফসির হয়ে খেলেছিলেন। ২০২১-২২ মরশুমে জামসেদপুরের হয়ে ২২টি ম্যাচ খেলেছিলেন, গোল করেছেন একটি ও অ্যাসিস্ট চারটি। বলা বাহুল্য, এই একমাত্র গোলটি এসেছিল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।
জল্পনা ছিলই, আইএসএলে পরিচিত কোনও বিদেশীকেই আনবে ইমামি ইস্টবেঙ্গল এফসি। যার ফলে এর আগে এফসি গোয়া থেকে ইভানকে, আর এবার জামসেদপুর এফসি থেকে অ্যালেক্স লিমাকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। জামসেদপুরের সাথে চুক্তি শেষ হয়ে যায় লিমার, ফলে ফ্রি এজেন্ট হিসেবে সই করতে চলেছেন ইমামি ইস্টবেঙ্গল এফসিতে।
নিজের কেরিয়ারের অধিকাংশ সময়ই খেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। শিকাগো ফায়ার ও হিউস্টন ডায়নামোর হয়ে খেলেছেন। এছাড়া কোরিয়ার দ্বিতীয় ডিভিশনে সুওন এফসি, সুইস চ্যালেঞ্জ লিগে এফসি ওহলেন ও এফসি গোসাউ, এবং অল্প সময়ের জন্য ভিয়েতনামের শীর্ষস্থানীয় দল হো চিন মিন সিটির হয়ে খেলেছেন লিমা।