আলবিনো গোমসকে নিতে আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল, লড়াইয়ে মুম্বই সিটি এফসিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গোলকিপার সমস্যায় ভুগছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। মূল দলে আপাতত চুক্তিবদ্ধ হিসেবে রয়েছেন পবন কুমার। এদিকে শুভাশিস রায় চৌধুরী অনুশীলনে এলেও এখনও তার আগমণের সরকারি ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে ভালো গোলকিপারের খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল।
এবার যা সম্ভাবনা, ভারতীয় গোলকিপার আলবিনো গোমসকে তুলে আনতে পারে ইমামি ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার কেরালা ব্লাস্টার্সের তরফ থেকে সরকারিভাবে বিদায় জানানো হয় আলবিনোকে, যার ফলে এই সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে।
তবে আলবিনোকে পেতে একা ইস্টবেঙ্গলই নয়, লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। সদ্য আইলিগের সেরা গোলকিপার ভাস্কর রায়কে সই করিয়েছে তারা। এবার আইএসএলের অন্যতম অভিজ্ঞ গোলকিপার আলবিনোকে নিয়ে নিজেদের গোলকিপিং সমস্যা দুর করতে চাইবে মুম্বই।
২৮ বছর বয়সী এই গোলকিপার আইএসএলে খেলেছেন মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্সের হয়ে। গত মরশুমে হাঁটুর চোটের জেরে কেবল চারটি ম্যাচ খেলতে পেরেছিলেন আলবিনো। এবং সেই মরশুমে প্রভসুখন গিলের অসাধারণ পারফর্মেন্সের জেরে আলবিনোর বিদায় একপ্রকার নিশ্চিত ছিলই।