কমলজিৎ সিংকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল এফসি, ঘোষিত হলেন এই নতুন দুই ফুটবলারও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কিছু সময় পর আবারও বড় সাইনিং করে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। জল্পনায় থাকা অমরিন্দর সিং বা আলবিনো গোমস নয়, বরং তারকা ভারতীয় গোলকিপার কমলজিৎ সিংকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার এই ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল এফসি। ওড়িশা এফসি থেকে ট্রান্সফার ফি দিয়ে কমলজিতকে আনল ইস্টবেঙ্গল।
কিছুটা হলেও দলগঠন তৈরি হলেও গোলকিপার সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল। পবন কুমার একমাত্র চুক্তিবদ্ধ গোলকিপার হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গলের মূল দলে। শুভাশিস রায় চৌধুরিকে আনা হলেও ডাক্তারদের তরফ থেকে ছাড়পত্র মিললেই সই করানো হবে। এই পরিস্থিতিতে এবার অভিজ্ঞ কমলজিতকে সই করিয়ে শক্তি বাড়াল লাল-হলুদ ব্রিগেড।
২৬ বছরের এই গোলকিপারের গত মরশুমে ওড়িশা এফসির হয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন, গোল খেয়েছিলেন ৩০টি, ক্লিন শিট মাত্র একটি। তবে আইএসএলে ৪৪টি ম্যাচ খেলা অভিজ্ঞ কমলজিতকে নিয়ে গোলকিপিং সমস্যা মিটল ইস্টবেঙ্গলের, তা বলাই যায়।
এদিকে সরকারিভাবে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড সুমিত পাসি ও ২১ বছর বয়সী ডিফেন্ডার লালচুংগুঙ্গার আগমণের কথা ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল এফসি। গত কয়েক দিন ধরেই ইস্টবেঙ্গলের অনুশীলনেই ছিলেন এই দুই ফুটবলার।
গত মরশুমে সুমিত পাসি রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন, এদিকে লালচুংগুঙ্গা গত মরশুমে খেলেছিলেন শ্রীনিধি ডেকান এফসির হয়ে। লালচুংগুঙ্গা গত মরশুমের আইলিগের সেরা দলে জায়গা পেয়েছিলেন।