সরকারিভাবে এশীয় কোটার নতুন বিদেশীর নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার সরকারিভাবে ইমামি ইস্টবেঙ্গল ঘোষণা করল তাদের ষষ্ঠ ও এশীয় কোটার বিদেশীর নাম। ২৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার জর্ডান ও ডোহার্টি সই করেছেন ইস্টবেঙ্গলের হয়ে।
গত সোমবার ইন্ডিয়ান নেভির সাথে খেলার পর ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্টানটাইন আগেই জানিয়েছিলেন, নতুন বিদেশী হিসেবে আসবেন জর্ডান। আর তাতে সরকারি শিলমোহর দিয়ে দিল ইমামি ইস্টবেঙ্গল এফসি।
সদ্য অস্ট্রেলিয়ান এ লিগে নিউক্যাসল জেটসের হয়ে খেলেছেন জর্ডান। এছাড়া এ লিগে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও অ্যাডিলেড ইউনাইটেডে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন জর্ডান। মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও প্রয়োজনে লেফট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন জর্ডান।
এদিকে জর্ডান ও ডোহার্টির সাথে ১৮ বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড হিমাংশু জাংরার যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল এফসি। দিল্লি এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে এই মরশুম খেলবেন হিমাংশু।