এই আট খেলোয়াড়কে রিলিজ করে নতুন করে দলগঠন শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক মরশুমে সেভাবে বড় সাফল্য নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। দীর্ঘদিন প্রিমিয়ার লিগ জয় নেই, বড় খেতাব বলতে ২০১৮ সালে ইউরোপা কাপ জয়, চ্যাম্পিয়নস লিগেও অনিয়মিত - এই পরিস্থিতিতে দলে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ইউনাইটেড। আর সেই কারণে বোঝা কমাতে আটজন খেলোয়াড়কে রিলিজ করে দিল ইউনাইটেড।
আর এই আট খেলোয়াড়ের মধ্যে সব থেকে বড় নামটি নিঃসন্দেহে আর্জেন্টাইন গোলকিপার সের্জিও রোমেরো। ডেভিড ডে গিয়ার ব্যাকআপ হিসেবে শুরুর দিকে থাকলেও ডিন হেন্ডারসনের আগমণে রিজার্ভ দলেই চলে যান রোমেরো। ২০১৫ সালে ইউনাইটেডে এসে মোট ৬১টি ম্যাচ খেলেন।
এছাড়া মূল দল থেকে রিলিজ করা হয় আর এক গোলকিপার জোয়েল পেরেইরাকে। ইউনাইটেডের হয়ে কেবল এক ম্যাচ খেলার সুযোগ পান তিনি। এছাড়া ছয়বার লোনে অন্য ক্লাবে পাঠানো হয়েছে তাকে, যেখানে সদ্য তিনি হাডার্সফিল্ড টাউনে ছিলেন।
বাকি ছয় খেলোয়াড় ইউনাইটেডের যুব দলের অংশ ছিলেন। এরা হলেন গোলকিপার জেকব কার্নি, মিডফিল্ডার মার্ক হেলম, ডিফেন্ডার লেস্টিন হিউজ, মিডফিল্ডার আর্নাউ পুইজমাল, ডিফেন্ডার ম্যাক্স টেলর এবং মিডফিল্ডার আলিউ ট্রাওরে।
এদিকে আর এক বড় নাম, যার রিলিজ পাওয়ার কথা ছিল, জুয়ান মাতাকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ক্লাবের তরফে। আপাতত দলে রাখা হলেও মরশুম শেষে চুক্তি শেষ হবে স্প্যানিশ মিডফিল্ডারের। ফলে মাতাকে আদৌ রাখা হবে না অন্য ক্লাবে দেওয়া হবে, সে নিয়ে সন্দেহ রয়েছে।