বোকা জুনিয়র্সের অফার ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডেই থেকে যাচ্ছেন এডিনসন কাভানি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে দীর্ঘ টানাপোড়েনের অবসান, ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যাচ্ছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি। আরও এক বছরের জন্য রেড ডেভিলসের হয়ে খেলবেন কাভানি।
জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর টুইট অনুযায়ী, ২০২২ সালের জুন মাস অবধি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকছেন কাভানি। দীর্ঘদিন ধরে কাভানির সাথে কথা বলছিল ইউনাইটেড ম্যানেজমেন্ট এবং কোচ ওলে সোল্কজায়ের। এবং শেষ অবধি থেকে গেলেন এই সুপারস্টার ফরোয়ার্ড।
যদিও জোর জল্পনা ছিল, মরশুম শেষে ইংল্যান্ড ছাড়তে চাইছেন কাভানি। এখানকার পরিবেশ ও পরিবারের অনিচ্ছা ভাবাচ্ছিল কাভানিকে। এমনকি, আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স দুই বছরের অফার দিয়েছিল কাভানিকে। কিন্তু ইউনাইটেডেই থেকে গেলেন এই উরুগুয়ান।
চলতি মরশুমে ভালো ফর্মে রয়েছেন কাভানি। ৩২ ম্যাচে ১৫ গোল করেছেন কাভানি। চলতি ইউরোপা লিগে পাঁচ গোল করে ইউনাইটেডকে ফাইনালে তুলেছেন কাভানি। ফরোয়ার্ডে অত্যন্ত বড় ভরসা হয়ে উঠছেন ৩৪ বছরের এই ফরোয়ার্ড। গত মরশুমে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন কাভানি।