হায়দ্রাবাদ এফসির এই বিদেশীকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই ইস্টবেঙ্গল নিজেদের নতুন কোচ হিসেবে আইএসএল জয়ী প্রশিক্ষক কার্লোস কুয়াদ্রাতকে নিযুক্ত করেছে। এবার খেলোয়াড় আনার কাজ শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড।
যা সম্ভাবনা, বিদেশী নির্বাচনের ক্ষেত্রে কুয়াদ্রাতের কথাই শেষ কথা। আর যা খবর, তাতে হায়দ্রাবাদ এফসির ২৫ বছর বয়সী ফরোয়ার্ড জাভিয়ের সিবেরিওকে নিতে আগ্রহী লাল-হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের মধ্যে।
গত মরশুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমস্ত টুর্নামেন্টে চারটি গোল করেছেন সিবেরিও। জুন মাসে চুক্তি শেষ হচ্ছে সিবেরিওর, ফলে ফ্রি এজেন্ট হিসেবে তাকে নিয়ে আসতে আগ্রহী ইস্টবেঙ্গল।
এদিকে দলের এক পুরোনো যোদ্ধাকেও ফিরিয়ে আনতে আগ্রহী ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্স থেকে হারমানজ্যোত সিং খাবরার সাথেও প্রাথমিক কথাবার্তা শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড।