শতবর্ষের লোগো লাগানো স্যানিটাইজার বিক্রি করবে ইস্টবেঙ্গল ক্লাব। মূল্য ৫০ টাকারও কম...

নিজস্ব প্রতিনিধি: শতবর্ষ উপলক্ষে মহৎ উদ্যোগ নিল ইস্টবেঙ্গল ক্লাব। করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকতে বিনামূল্যে শতবর্ষের লোগো লাগানো মাস্ক দেবে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব তাঁবু থেকেই। এই নিয়ে আগামি সপ্তাহে সাংবাদিক সম্মেলন করতে চলেছে ক্লাব। প্রাথমিকভাবে ক্লাব ৫০ হাজার থেকে ১ লক্ষ মাস্ক তৈরি করবে। কোনও লাল-হলুদ সমর্থক যদি কলকাতার বাইরেও থাকেন তারা ক্লাবকে মেল করে দিলে, তাদের কাছেও পৌঁছে যাবে মাস্ক। তবে সেক্ষেত্রে ক্যুরিয়ার সার্ভিসের মূল্য নেওয়া হবে।
সেই সাথে শতবর্ষের লোগো লাগানো স্যানিটাইজারও বিক্রি করবে ক্লাব। তবে ৫০ টাকারও কম মূল্যে। ২০ জুন ক্লাব থেকেই এই বিক্রি শুরু হবে। একই রকমভাবে ক্লাবকে মেল করলে, স্যানিটাইজার পৌঁছে যাবে আপনার কাছে।
শুক্রবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ক্রীড়া সংগঠনগুলির বৈঠক। তাই পরের সপ্তাহে সাংবাদিক সম্মেলন করে শতবর্ষের লোগো লাগানো মাস্ক ক্লাব থেকে বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হবে।