কলকাতা লিগ ও আইএসএলের জন্য দল গড়া শুরু, এই তারকাকে আনতে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায় আবারও আইএসএল খেলতে পারছে এসসি ইস্টবেঙ্গল। আর এর জেরে জোর কদমে শুরু হয়ে গিয়েছে দল গঠনের প্রস্তুতি। বুধবার রাতে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দারকে চিঠি পাঠিয়ে সহযোগিতার বার্তা পাঠায় ইস্টবেঙ্গলের কার্যসমিতি, এবং চলতি কলকাতা লিগ ও আসন্ন আইএসএলের জন্য দলগঠনে উদ্যোগী হয়েছে তারা।
ইতিমধ্যেই লাল-হলুদে অবশিষ্ট যে ভারতীয় ফুটবলাররা ছিল, তাদের থেকে যাওয়ার অনুরোধ করেছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এর মধ্যে রয়েছেন মহম্মদ রফিক, অঙ্কিত মুখার্জি, সৌরভ দাস, রাজু গায়কোয়াড়, বিকাশ জাইরু, জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং, মিরশাদ মিচু, শুভম সেনের মত একাধিক খেলোয়াড়।
যা শোনা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে কলকাতা লিগের জন্য কোনও প্রাক্তন ফুটবলারকে এসসি ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব দেওয়া হবে। এবং পারফর্মেন্স ভালো হলে, প্রয়োজনে আইএসএলে কোচ রবি ফাউলারের ডেপুটি হিসেবেও নিযুক্ত করা হতে পারে।
এদিকে ইস্টবেঙ্গল সই করতে চলেছে গত বছরের আইলিগের সেরা লেফট ব্যাক হীরা মন্ডলকে। দীর্ঘ সময় ধরে হীরাকে নিতে আগ্রহী হয়েছিল শ্রী সিমেন্ট, কিন্তু চুক্তিগত ঝামেলার জেরে কথা আর এগোয়নি। জানা গিয়েছে, গতকাল রাতেই হীরার সাথে যোগাযোগ করে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং এর জেরে প্রথম সাইনিং হিসেবে আসতে চলেছেন হীরা।
এছাড়া ইস্টবেঙ্গলের নজরে রয়েছে কেরালা ব্লাস্টার্সের ফুটবলার আব্দুল হাক্কু। এছাড়া আদিল খান, ধনচন্দ্র সিং, প্রবীর দাসকে নিতে উদ্যোগ নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। তবে এই সাইনিংগুলো কেবল আইএসএলের জন্যই করতে চলেছে, সেটি স্পষ্ট।