সিকে ভিনিথ, রিনো অ্যান্টো সহ পাঁচ ফুটবলারের সঙ্গে চুক্তি করলো ইস্টবেঙ্গল....

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার আরও পাঁচ ফুটবলারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। তারা তুলে নিল সিকে ভিনিথ, রিনো অ্যান্টো, প্রীতম সিং, ভিকাস সাইনি ও অনিল চাভানকে।
সিকে ভিনিথ - গত মরশুমে জামসেদপুর এফসি হয়ে ১০ টি ম্যাচ খেলেছে তিনি। ১টি গোলও আছে তাঁর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই প্রথম লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন তিনি।
রিনো অ্যান্টো - গত মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে হাতে গোনা ম্যাচ খেলেছেন রিনো। এএফসির যোগ্যতা নির্ণয় ম্যাচে ৭৭ মিনিট ও আইএসএল -এর একটি ম্যাচে একদম শেষের দিকে কিছু সময়ের জন্য মাঠে ছিলেন তিনি।
প্রীতম সিং - লেফট ব্যাক পজিশনে খেলেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে একটি ম্যাচেও খেলেননি তিনি।
ভিকাশ সাইনি - মূলত ডিফেন্ডার। দ্বিতীয় ডিভিশন লিগে মহামেডানের হয়ে ৩ টে ম্যাচ খেলেছেন তিনি।
অনিল চাভান - তিনিও ডিফেন্ডার। এটিকে রিজার্ভ টিমের হয়ে দ্বিতীয় ডিভিশন লিগে ৮ টি ম্যাচ খেলেছেন অনিল।