আক্রমণ ও রক্ষণে জোর বাড়াতে এই দুই ভারতীয় খেলোয়াড়কে আনতে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ডুরান্ড কাপে এখনও অবধি জয়হীন ইমামি ইস্টবেঙ্গল এফসি। লড়াকু ফুটবল খেললেও ২৭০ মিনিট কোনও গোল করতে পারেনি লাল-হলুদ ব্রিগেড, এবং দুটি ড্র ও একটি হার নিয়ে ডুরান্ডে অস্বস্তিজনক জায়গায় রয়েছে তারা।
এই পরিস্থিতিতে মরশুমের বাকি সময়ের জন্য নিজেদের দলকে শক্তিশালী করতে দুটি সাইনিং করতে চলেছে ইস্টবেঙ্গল। এক খেলোয়াড়কে পুনরায় রেখে দিতে চলেছে, অন্যদিকে আর এক খেলোয়াড়কে কেরালা ব্লাস্টার্স থেকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলা ফরোয়ার্ড সেম্বোই হাওকিপকে ফিরিয়ে আনতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। গত মে মাসে চুক্তি শেষ হয়ে যায় হাওকিপের, কিন্তু আবারও তাকে সই করিয়ে দলে রেখে দিল লাল-হলুদ ব্রিগেড। এই মুহুর্তে কলকাতাতেই রয়েছেন হাওকিপ, মেডিকাল পরীক্ষায় পাস করলেই দলে যোগ দেবেন তিনি।
গত আইএসএলে ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফর্মেন্সেও হাওকিপের খেলা ছিল যথেষ্ট নজরকাড়া। ১২ ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে হাওকিপের। এবং ইস্টবেঙ্গলে এই মুহুর্তে যখন আক্রমণভাগে চরম অভাব রয়েছে, সেখানে হাওকিপের সাইনিং অবশ্যই শক্তি বাড়াবে ইস্টবেঙ্গলের।
এদিকে ইস্টবেঙ্গল বর্তমানে যে জায়গায় ইতিমধ্যেই শক্তিশালী, সেই রক্ষণভাগকে আরও ভালো করতে চলেছে তারা। কেরালা ব্লাস্টার্স থেকে লোনে ২৭ বছর বয়সী ডিফেন্ডার আব্দুল হাক্কুকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, কেরালার সাথে এই বিষয়ে কথাবার্তা অনেক দূর এগিয়েছে ইস্টবেঙ্গলের।
গত মরশুমে লোনে গোকুলাম কেরালা এফসিতে ছিলেন হাক্কু, আর সেই দলের হয়ে আইলিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। মূলত সেন্ট্রাল ডিফেন্ডার হলেও গত মরশুমে সাইড ব্যাক পজিশনে খেলেছিলেন হাক্কু। ফলে ডিফেন্সকে পোক্ত করতে হাক্কুর মত ভার্সিটাইল ডিফেন্ডারকে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি।