কেরালার সন্তোষ ট্রফি জয়ের দুই নায়ককে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সন্তোষ ট্রফিতে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছিল কেরালা দল। এবার সেই সন্তোষজয়ী কেরালা দলের কারিগর বিনো জর্জকে আগেই নিশ্চিত করিয়ে ফেলেছিল ইস্টবেঙ্গল। এবার যা খবর, কেরালার দুই ফুটবলারকে নিয়ে আসার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল লাল-হলুদ ব্রিগেড।
যা খবর, কেরালার দুই তারকা জিজো জোসেফ ও জেসিন টিকে-কে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। মূলত বিনো জর্জের আগমণের জেরে এই দুই কেরালাইট ফুটবলার আসতে চলেছে ইস্টবেঙ্গলে। শোনা যাচ্ছে, দুই বছরের চুক্তিতে ক্লাবে যোগ দিতে চলেছেন জিজো জোসেফ ও জেসিন টিকে।
সদ্য সন্তোষ ট্রফি জয়ী কেরালা দলের অধিনায়ক ছিলেন জিজো, রাজস্থানের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন। এদিকে সন্তোষের সেমি ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে পাঁচ গোল করেছিলেন জেসিন টিকে। মূলত সুপার সাব হিসেবে উঠে এসেছিলেন জেসিন।
ফলে নিশ্চিতভাবে খুব ভালো দুটি সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। আনুষ্ঠানিক ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। কলকাতা লিগ ও ডুরান্ড কাপের জন্য ইস্টবেঙ্গল দলকে ভরসা দিতে পারেন এই দুই কেরালাইট ফুটবলার।