মহমেডানের এই বিদেশী ও স্বদেশী টার্গেটকে হাইজ্যাক করার প্রয়াসে নামল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই মহমেডান নিজেদের দল অনেকটাই তৈরি করে ফেলেছে, কেবল কিছু জায়গায় কিছু তারকাদের অন্তর্ভুক্তি বাকি ছিল। এই পরিস্থিতিতে একাধিক স্বদেশী ও বিদেশী খেলোয়াড়দের সাথে কথাবার্তা কার্যত চুড়ান্ত করেছিল সাদা-কালো ব্রিগেড। কিন্তু এবার তাদের টার্গেটদের ছিনিয়ে নেওয়ার প্রয়াসে নামল ইস্টবেঙ্গল।
এক্সট্রা টাইম বাংলা আগেই খবর করেছিল, আইএসএলে সফল ফরোয়ার্ড দেশর্ন ব্রাউনের সাথে কথাবার্তা শেষ পর্যায়ের চলছিল মহমেডানের সাথে। কিন্তু এই পরিস্থিতিতে হঠাতই ব্রাউনকে নিতে আগ্রহ দেখাল ইস্টবেঙ্গল।
শোনা যাচ্ছে, চুক্তিপত্রে সই না হলেও দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আর এই পরিস্থিতিতে গত দুইবারের মত ভুল না করে ভারতের মাটিতে খেলা বিদেশী ফরোয়ার্ডকে নিতে চাইছে ইস্টবেঙ্গল। সেই কারণে, গত মরশুমে আইএসএলে সাত গোল করা ব্রাউনকে নিতে চাইছে তারা।
এই পরিস্থিতিতে ব্রাউনের কাছে ইস্টবেঙ্গল ছাড়া কোনও আইএসএল ক্লাবের অফার নেই। ফলে শেষ মুহুর্তে মহমেডানের প্রস্তাব ছেড়ে আইএসএল খেলতে ইস্টবেঙ্গলের অফার গ্রহণ করতেই পারেন ব্রাউন।
এদিকে শুধু ব্রাউন নয়, ভারতীয় উইঙ্গার বিকাশ জাইরুকে নিতে ফের আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই মহমেডানের তরফ থেকে এগ্রিমেন্টের কাগজ পৌঁছে গিয়েছে বিকাশের কাছে। কিন্তু শেষ মুহুর্তে ইস্টবেঙ্গলের আগ্রহ ভাবাচ্ছে অভিজ্ঞ ফুটবলারকে।
তবে দলগঠনে কাজ চালিয়ে যাচ্ছে মহমেডান। মোহনবাগানে খেলা মিডফিল্ডার কিন লুইসকে নিতে আগ্রহ দেখিয়েছে মহমেডান। গত মরশুমে আইলিগে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির হয়ে খেলেছেন লুইস। মোট ১২ ম্যাচে দুটি অ্যাসিস্ট রয়েছে লুইসের।
অত্যন্ত ভার্সিটাইল ফুটবলার লুইস। গত মরশুমে দুই প্রান্তের উইংয়ে খেলার পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড ও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলেছেন তিনি।