কেরালা না ইস্টবেঙ্গল? দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন অরিন্দম ভট্টাচার্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ট্রান্সফার উইন্ডো শেষ হলেও এখনও দলবদলের সব থেকে বড় খবরটি অপেক্ষা করে রয়েছে। গত বছরের আইএসএলের সেরা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য কোথায় যাবেন? দৌড়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স ও এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এখনও অবধি সিদ্ধান্ত নিতে পারছেন না অরিন্দম।
এর আগেও এক্সট্রা টাইম বাংলা জানিয়েছিল, অরিন্দমকে অধিক অর্থের অফার দিলেও চুক্তির মেয়াদ ছিল কেবল এক বছরের, এদিকে কেরালা কম অর্থ দিলেও চুক্তির মেয়াদ তিন-চার বছরের রয়েছে। এই পরিস্থিতিতে এখন দুটি দল কেমন গড়ে উঠেছে, সেটিই দেখতে চাইছেন অরিন্দম।
ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, এসসি ইস্টবেঙ্গলের দলগঠনে সন্তুষ্ট নন অরিন্দম। গত বারের রানার্স, তার আগের বছরের চ্যাম্পিয়ন দলের শেষ প্রহরী চাইছেন না দূর্বল কোনও দলে যেতে। এসসি ইস্টবেঙ্গলের বিদেশী কেমন হবে, সেটিই আপাতত দেখতে চাইছেন অরিন্দম, এমনটাই শোনা যাচ্ছে। এদিকে কেরালার দল মোটামুটি তৈরি হওয়ায় কার্যত হলুদ ব্রিগেডের দিকে পা বাড়িয়ে রয়েছেন অরিন্দম।
আর এর জেরে স্পষ্ট, গত ২৪ ঘন্টায় যে গুঞ্জন উঠেছিল অরিন্দমের এসসি ইস্টবেঙ্গলে আসা নিয়ে, তা সম্পূর্ণ ভুয়ো। আপাতত এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে দেড় কোটির বেশি অর্থের প্রস্তাব দেওয়া হয়েছে অরিন্দমকে, কিন্তু দলগঠন দেখেই আগামী দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন অরিন্দম।