ইস্টবেঙ্গলের দায়িত্ব পেতে চলেছেন সন্তোষ জয়ী এই কোচ, এই দেশীয় তারকাদের টার্গেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রাতে ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পরে দলগঠনের কাজে আরও জোর দিল ইস্টবেঙ্গল। একের পর এক টার্গেটরা হাতছাড়া হলেও দমে যায়নি ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে এবার কোচ ও খেলোয়াড়দের নিয়ে আসার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
এক্সট্রা টাইম বাংলা শুক্রবার জানিয়েছিল, বিদেশী কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন স্টিফেন কনস্টানটাইন। কিন্তু কলকাতা লিগের জন্য দেশীয় হেড কোচ কে হবেন? সে উত্তরও চলে এসেছে বলাই যায়।
সদ্য সন্তোষ ট্রফি জয়ী কেরালা দলের হেড কোচ বিনো জর্জকে দায়িত্ব দিতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। বিনোকে গত কয়েক দিন আগেই প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল। গোকুলাম কেরালা এফসির সাথে চুক্তি শেষ হওয়ায় ইস্টবেঙ্গলে যোগ দিতে অসুবিধা নেই বিনোর।
কলকাতা লিগে হেড কোচের দায়িত্ব পালনের পর বাকি মরশুমে সহকারী কোচের ভূমিকাও পালন করতে চলেছেন বিনো জর্জ, এমনটাই জানা গিয়েছে।
এদিকে যা খবর, এটিকে মোহনবাগানের প্রণয় হালদারকে নিতে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল। গত কয়েক মরশুম ধরে প্রণয়কে নিতে আগ্রহী ছিল ইস্টবেঙ্গল। এবারও এই বাঙালি মিডফিল্ডারকে নিয়ে আগ্রহ দেখিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
যদিও প্রণয়কে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। কারণ ২০২৩ সাল অবধি এটিকে মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার। সবুজ-মেরুণের হেডস্যার জুয়ান ফেরান্ডোর পরিকল্পনায় নেই প্রণয়, এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল তুলে নিতে আগ্রহী।
এছাড়া ২৭ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফাল্গুনী সিং ও ১৮ বছর বয়সী সেন্টার ব্যাক বিকাশ ইউমনামের দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে, এই দুই ফুটবলারের এজেন্ট ও ক্লাবের সাথে কথা বলা শুরু করেছে ইস্টবেঙ্গল রিক্রুটাররা।
তবে প্রণয়ের মত, ফাল্গুনী ও বিকাশকে নিতে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল। শ্রীনিধির সাথে ফাল্গুনী ও রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির সাথে বিকাশ ২০২৩ সাল অবধি চুক্তিবদ্ধ রয়েছে।
ফলে সব মিলিয়ে, দলগঠনে জোরকদমে নেমে পড়েছে ইস্টবেঙ্গল ক্লাব। দেরিতে শুরু করলেও শক্তিশালী দল তৈরি করার দিকেই জোর দিচ্ছে লাল-হলুদ ব্রিগেড।