বুধবার ক্লাব তাঁবুতে সভা হওয়া নিয়ে ধন্দ কাটিয়ে দিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার...

নিজস্ব প্রতিনিধি: বুধবার ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সভা। ক্লাব তাঁবুতে। কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ৩০ জুন পর্যন্ত ময়দানের তাঁবুতে কোনও রকম সভা করা যাবে না। বর্তমান পরিস্থিতির জন্য এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তাহলে কি ভার্চুয়াল সভা হবে? না, অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে? ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, "আমরা অনুমতি নিয়েছি। সভা কাল ক্লাবেই হবে। বিকাল সাড়ে পাঁচটায়।"
তবে সভা কী নিয়ে হবে বা, এজেন্ডায় কী কী আছে -- তা নিয়ে খোলসা করতে চাননি তিনি। দেবব্রত সরকার বলেন, "এটা অভ্যন্তরীণ বিষয়।"
এই মুহূর্তে সত্যি সমস্যায় ইস্টবেঙ্গল। এখনও কোয়েসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট আসেনি। ফলে পরবর্তী কর্মসূচি ঠিক মত করতে পারছে না ক্লাব। সব কিছুই আটকে রয়েছে তাদের।
ফেডারেশনও জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল পরবর্তী প্রক্রিয়া করতে কোয়েসের এনওসি'র প্রয়োজন। ফলে এই জটিল পরিস্থিতি থেকে কীভাবে বের হওয়া যায়, সেই সব নিয়েই আলোচনা হওয়ার কথা কাল কার্যকরী কমিটির সভায়। যদিও এই নিয়ে কোনও কিছুই মন্তব্য করতে চাইছেন দেবব্রত সরকার। শুধুই বলছেন, "বললাম তো, এটা অভ্যন্তরীন বিষয়।"