ভবিষ্যতের দল গড়তে এই ভারতীয় তারকাদের প্রস্তাব দিল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী মরশুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ কিছু ফুটবলারের সাথে কথা বলতে শুরু করে দিয়েছেন। এদের মধ্যে যে সমস্ত ভারতীয় ফুটবলারদের লাল হলুদ ব্রিগেড আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলার জন্য অফার করা হয়েছে বলে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন ভারতীয় তারকা লেফট ব্যাক নিশু কুমার।
নিশু কুমার কেরালা ব্লাস্টার্সের নিয়মিত প্রথম একাদশের ফুটবলার। লেফট ব্যাক ছাড়াও রাইট ব্যাক পজিশনেও তিনি খেলতে পারেন। তবে শুধু নিশু কুমার নন, শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের গোলকিপার প্রভশুখন গিল এবং হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার মহম্মদ ইয়াসিরের সাথে কথা বলছেন লাল হলুদ কর্তারা।
যদিও মহম্মদ ইয়াসিরকে দলে পেতে আইএসএল এর অন্যান্য ক্লাবগুলিও বেশ আগ্রহী, বিশেষত মোহনবাগান ক্লাবের তরফেও ইয়াসিরকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে ইয়াসিরকে পাওয়া এতো সহজ হবেনা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে। তবে ইয়াসিরের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রাথমিক কথা বলা হচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেসন লিগে লাল হলুদ ব্রিগেডের হয়ে ভালো ফুটবল খেলার সুবাদে আমান সিকে, মহম্মদ রোশল এবং আদিত্য পাত্রকে সিনিয়র দলে যুক্ত করতে চলেছে ইস্টবেঙ্গল।