সেপ্টেম্বরের মধ্যে ফেডারেশনের কাছে নাম নথিভুক্ত করতে হবে ইস্টবেঙ্গলকে...

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে ইস্টবেঙ্গলকে আই লিগ বা আইএসএল খেলতে হলে, ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেডারেশনের কাছে যে নামেই তারা খেলুক না কেন, সেই নাম নথিভুক্ত করিয়ে ফেলতে হবে। ফেডারেশন সচিব কুশল দাস বলেন, "ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার জন্য আমরা ১৫ জুলাই থেকে রেজিস্ট্রেশন চালু করে দেব। সেপ্টেম্বরে শেষ করে ফেলব।"
কিন্তু ইস্টবেঙ্গল এখনও কোয়েসের থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পায়নি। এই কারণে তারা পরবর্তী কর্মসূচি শুরু করতে পারছে না। যদিও তাদের হাতে এখনও অনেকটা সময় আছে। কিন্তু এই সময়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ইস্টবেঙ্গলকে। না হলে সমস্যা পড়বে তারা।
এখন উভয় পক্ষের সলিসিটররা কাজ করছেন। শেষ পর্যন্ত কী দাঁড়ায়, সেটাই দেখার! কারণ কোয়েস যে ইস্টবেঙ্গলের সঙ্গে নেই সেটা তারা আগেই জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। তারা কোচ, ফুটবলারদের ছেড়ে দিয়েছে। ফলে ইস্টবেঙ্গলকে এখন ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়ার রেজিস্ট্রেশন করতে হলে কোয়েসের এনওসি বাধ্যতামূলক।
আই লিগের জন্য যে দরপত্র ছাড়া হয়েছিল, আজই ছিল তার শেষ দিন। কুশল দাস বলেন, "যে দরপত্র জমা পড়েছে, সেগুলো এক-দেড়মাস পর দেখা হবে। এখনও পর্যন্ত আই লিগে ১১ টিমই ঠিক আছে। খুব বেশি হলে ১২ টা হতে পারে।"
এই আই লিগ টিমগুলোর মধ্যে কিন্তু এখনও ইস্টবেঙ্গল আছে।