বকেয়া বেতন চেয়ে কোয়েসকে মেল করলেন পিন্টু...

নিজস্ব প্রতিনিধি: দু' মাসের বেতন চেয়ে কোয়েস ইস্টবেঙ্গলকে ই মেল করেছেন পিন্টু মাহাতো। সঙ্গে সামাদ আলি, ডিকা, অভিষেক আম্বেকারের মতো সতীর্থরাও আছেন। কিন্তু পিন্টুদের এই মেলের জবাব এখন দেয়নি বিনিয়োগকারী সংস্থার কর্তারা। পিন্টুর বক্তব্য, এপ্রিল, মে মাসের বেতন পাই। কিন্তু ওরা এপ্রিল মাসের বেতন দিতে রাজি। মে মাসের নয়। কিন্তু আমি কেন এক মাসের বেতন নেব? আমার সঙ্গে তো আরও দু' বছরের চুক্তি ছিল কোয়েস ইস্টবেঙ্গলের।
কিন্তু কোয়েস পিন্টুদের জানিয়ে দিয়েছে, তোমরা এপ্রিল মাসের বেতন নিয়ে চুক্তিতে সই করে দাও। তোমাদের সঙ্গে বেতন সমস্যা মিটে গেছে। কিন্তু পিন্টুরা কোয়েসের এই শর্ত মানতে নারাজ। তার কারণ, তাদের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি ছিল কোয়েসের। পিন্টু বলেন, কোয়েসকে মেল করেছি। দেখি ওরা কী উত্তর দেয়? আর যদি কোনও উত্তর না দেয়, তাহলে ফেডারেশনকে জানাব।
৩১ শে মে কোয়েসের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক শেষ হয়ে যায়। তার এক মাস আগেই সব ফুটবলারকে ছেড়ে দেয় তারা। কিন্তু এখন বেশ কিছু ফুটবলারদের বকেয়া রয়ে গেছে তাদের কাছে। তারা সেই বকেয়া, শর্ত সাপেক্ষে দিতে রাজি হচ্ছে।
এখনও পিন্টু, বাড়ির সামনে ডাডরাশোল প্রাথমিক বিদ্যালয়েই কোয়ারান্টিনে আছেন। মুম্বই থেকে ফিরে।
মুম্বইয়ে গিয়ে ছিলেন ইন্ডিয়ান নেভিতে চাকরির বন্দোবস্ত পাকা করতে। এখনও তিনি আরও সাত দিন ডাডরাশোল প্রাথমিক বিদ্যালয়ে থাকার পর তাঁর কোয়ারান্টিন শেষ হবে, তারপর তিনি বাড়ি যাবেন।
কিন্তু পিন্টুর চাকরি হল, কোয়েসের কাছে বকেয়া চেয়ে মেল-ও হল। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কি পিন্টু নিয়েছে? কোন ক্লাবে আগামী দিনে খেলবেন? পিন্টুর কথায়, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কথা হয়ে রয়েছে। আগে সব সমস্যা আগে মিটুক, তারপর নয় দেখা যাবে।