আই লিগের মিটিংয়ে উপস্থিত থাকলেও, আইএসএল খেলতে অসুবিধা নেই ইস্টবেঙ্গলের, জানালেন ফেডারেশনের সচিব কুশল দাস...

নিজস্ব প্রতিনিধি: আগামী মরশুমে ইস্টবেঙ্গলকে আই লিগে ধরে নিয়েই এগোচ্ছে ফেডারেশন। মঙ্গলবার একথা জানিয়ে দিলেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। তিনি বলেন, 'আগামী মরশুমে আই লিগে ১১ টা দল তো খেলবেই। খুব বেশি হলে ১২ টা দলও হতে পারে। তার বেশি নয়।'
তাহলে কি আগামী মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার কোনও সম্ভাবনাই নেই? কুশল দাসের কথায়, 'সময় মতো ইস্টবেঙ্গল যদি সব কিছু ব্যবস্থা করে উঠতে পারে, তাহলে আগামী মরশুমে ইস্টবেঙ্গল আইএসএল খেলতেই পারে। তখন নয় আই লিগে আরও একটি দল কমে যাবে।'
তাহলে ইস্টবেঙ্গলকে আই লিগে ধরে নিয়ে এগোনো হচ্ছে কেন? ফেডারেশন সচিবের বক্তব্য, 'ওরা আই লিগের মিটিংয়ে উপস্থিত ছিল তাই। তার জন্য ওদের আইএসএল খেলা আটকাবে না। যদি সময় মতো সব কিছু করতে পারে।'
যদিও ইস্টবেঙ্গল এখনও লাইসেন্সিং প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে উঠতে পারেনি। কোয়েস তাদের স্পোর্টিং রাইটস ফেরত না দেওয়ায়। এই নিয়ে ইস্টবেঙ্গলের সলিসিটররা এখন কাজ করছে, সেটা আগেই ফেডারেশনকে জানিয়ে দিয়েছে লাল-হলুদ ক্লাব।
আগামী মরশুমে মোহনবাগান এটিকের সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে খেলবে। সেকথা আগেই এএফসি ও ফেডারেশনকে জানিয়ে দিয়েছে উভয় ক্লাবই। ফলে আই লিগে মোহনবাগানের শুন্যস্থান পূরণ করার জন্য বিড পেপারও ওপেন করেছে ফেডারেশন। ইতিমধ্যে তার জায়গায় একটি ক্লাবের নাম শোনাও যাচ্ছে। সুদেভা এফসি। যদিও আগামী মরশুমে আই লিগ খেলার জন্য ১০ জুন থেকে ২০ জুনের মধ্যে আবেদন করতে হবে ক্লাবগুলোকে। ৪ লক্ষ টাকার ড্রাফট জমা দিয়ে।
এখন দেখার আগামী মরশুমে কটা দল আই লিগে খেলে ১১টি না ১২টি। ইস্টবেঙ্গলই বা কোথায় খেলে, আই লিগ না আইএসএলে?